নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: অশোকনগর শহীদ সদনে প্রস্তুতি সভায় কর্মীদের উদ্দেশ্যে বিস্ফোরক মন্তব্য বিধায়ক নারায়ণ গোস্বামীর। তিনি প্রকাশ্যে সভামঞ্চ থেকেই বলেন, কিসের এম এল এ কিসের কাউন্সিলর, কিসের প্রধান, কিসের মেম্বার? দল আছে বলে আমরা সবাই আছি। দলটা যেদিন থাকবে না কুকুরেও প্রস্রাব করতে আমার বাড়িতে যাবে না, দল আছে বলেই আমার সামনে-পেছনে এত ক্যামেরা।
{link}
পাশাপাশি এই দিন শুভেন্দু অধিকারী প্রসঙ্গেও বিস্ফোরক মন্তব্য করেন তিনি, শুভেন্দু অধিকারীর গলায় সিপিএমের প্রশংসা শোনা গেছে। এই নিয়ে তিনি বলেন পথ খুঁজছেন শুভেন্দু সিপিআইএমে যাবে বলে সিপিআইএমের সার্টিফিকেট দিচ্ছে পাশাপাশি আলিমুদ্দিনে ইট পেতে রাখছে আগামী দিনে সিপিএমে যাবে বলে। কারণ পঞ্চায়েত নির্বাচনে ৭০ হাজার বুথে প্রার্থী দিতে পারবে না সিপিআইএম। সে সময় মুখ থেকে মুখোশ খুলে পড়বে শুভেন্দুর। কেন্দ্রীয় নেতৃত্বকে ভুল বোঝাচ্ছে সে সময় বিজেপি আর তাকে নেবে না তাই আগের থেকেই সিপিএমে ইট পেতে রাখছে রেশন দোকানের মত। সিপিএমকে নিয়েও এদিন তিনি বলেন সুজন কুজন অনেক পাওয়া যাবে যারা চিরকুটে চাকরি পেয়েছে, সিপিএম নেতার বাড়িতে যারা রান্নার কাজ করতো বা বউয়ের সাজগোজের কাজ করতো তাদেরও চিরকুটে চাকরি হয়েছে। মুখ্যমন্ত্রী কে বলব সব দপ্তরের মন্ত্রীকে দিয়ে তদন্ত করানো হোক।
{ads}