header banner

Partha Chatterjee: আজও শিকে ছিঁড়ল না পার্থর

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আজ, সোমবার সুপ্রিম কোর্টে (Supreme Court) শুনানি ছিল পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিন মামলার। কিন্তু তা স্থগিত হয়ে যায়। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডি (ED)-র মামলায় জামিন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন পার্থ। প্রথম দিনের শুনানিতে কেন্দ্রীয় সংস্থাকে কড়া বার্তা দেয় সুপ্রিম কোর্ট। কেন এতদিন পার্থকে আটকে রাখা হয়েছে, সেই যুক্তিও চাওয়া হয়েছিল।

{link}

কিন্তু রিপোর্ট না মেলায় আজ, সোমবার দ্বিতীয় দিনের শুনানিও স্থগিত হয়ে গেল। কেন্দ্রীয় তদন্তকারী দলের আইনজীবীদের কড়া ভাষায় তিরস্কার করে আদালত। একটা বিষয় স্পষ্ট যে টাকা তছারূপের অভিযোগ থাকলে তার সর্বোচ্চ সাজা ৭ বছর জেল। আর তার ওয়ান থার্ডের বেশি সময় জামিন না দিয়ে আটকে রাখা যায় না। পার্থর সেই সময় প্রায় অতিক্রান্ত। তাহলে প্রমানের অভাবে কেন তাকে জামিন দেওয়া হবে না? নিয়োগ মামলায় জীবনকৃষ্ণ সাহা, শান্তনু বন্দ্যোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় সহ অনেকে জামিন পেয়ে গিয়েছেন ইতিমধ্যেই।

{link}

শুনানিতে সেই যুক্তি তুলে ধরেছিলেন পার্থর আইনজীবী মুকুল রোহতাগি। এরপর সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল পার্থ কতদিন ইডি ও সিবিআই হেফাজতে ছিলেন। এবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের জন্য উচ্চ আদালত তৎপর হয়েছে। একথা ঠিক যে তিনি হয়তো জামিন পাবেন, কিন্তু বাংলার মানুষ যে টাকার পাহাড় দেখেছেন, তাদের কাছে কি কোনোদিন তিনি ক্ষমা পাবেন?

{ads}

News Breaking News Supreme Court Partha Chatterjee ED West Bengal সংবাদ

Last Updated :