header banner

Pan Card : এ বার বদলে যাবে সকলের প্যান কার্ড

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সাইবার ক্রাইম (Cybercrime) রুখতে আরও কিছুটা এগিয়ে গেলো কেন্দ্রীয় ২.০ প্রকল্প। প্যান ২.০ প্রকল্প নিয়ে টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি লিখেছেন, "প্যান ২.০ প্রকল্পের মাধ্যমে আয়করদাতাদের অনেক সুবিধা হবে। তাঁরা নতুন প্রযুক্তির সাহায্যে স্বচ্ছ, সহজ এবং উন্নত পরিষেবা পাবেন।"

{link}

অন্যদিকে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী জানান, সরকারের লক্ষ্য ডিজিটাল ইন্ডিয়ার অধীনে প্যান ২.০ প্রকল্পটি সক্ষম করা, যা নির্দিষ্ট সরকারী সংস্থার সমস্ত ডিজিটাল সিস্টেমের জন্য প্যানকে একটি সাধারণ শনাক্তকারী হিসাবে যোগ্য করে তুলবে। ফলে এর মাধ্যমে চিন্তামুক্তভাবে আর্থিক বিনিময় করা যাবে।এবার প্যানে আসছে QR কোড। প্যান ২.০ প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে বরাদ্দ করা হয়েছে ১,৪৩৪ কোটি টাকা। কী কী সুবিধা মিলবে নতুন প্যান থেকে? এই বিষয়ে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

{link}

কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে, প্যান কার্ডে কিউআর কোড (QR code) থাকার ফলে আয়করদাতাদের আর্থিক লেনদেন অনেক সহজ এবং স্বচ্ছ হয়ে উঠবে। পাশাপাশি লেনদেনের গতি বাড়বে। আজকের দিনে সবচেয়ে বড় বিষয় হল ডিজিয়াল জালিয়াতি। সেই দিক থেকেও অতিরিক্ত সুরক্ষা দেবে কিউআর কোড যুক্ত নতুন প্যান কার্ড। সাইবার ক্রাইম বাড়ার সঙ্গে সঙ্গে সরকারকেও নতুন নতুন নিরাপত্তার কথা ভাবতে হচ্ছে। প্যানে যুক্ত হওয়া QR কোড তারই একটি অঙ্গ।

{ads}

News Breaking News Amit Shah Home Minister Pan Card QR code সংবাদ

Last Updated :