header banner

Santipur : ছাত্র-ছাত্রীদের পাখিপ্রীতির নজির

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বর্ষা শুরু হলেও গরম কমছে না। এই অবস্থায় পাখিদের কথা চিন্তা করে একদল পাখিপ্রেমী মানুষ এগিয়ে আসলো শান্তিপুরে (Santipur)। এই অস্বস্তিকর পরিবেশে থাকা পাখিদের কথা চিন্তা করে, সামাজিক সংগঠন এবং ছাত্রছাত্রীদের উদ্যোগে নদিয়ার শান্তিপুরে প্রায় ১০ কিলোমিটার জুড়ে রাস্তায় লাগানো হল বেশ কিছু পাত্র।

{link}

সেখানে পাখিদের জল পান করার জন্য মাটির ভার এবং তাতেই দেওয়া হল ওআরএস এবং বিশুদ্ধ পানীয় জল। সামাজিক সংগঠনের সদস্য এবং স্থানীয় ছাত্রছাত্রীরা নিলে এই কর্মসূচি গ্রহণ করে। শান্তিপুরের বন্ধু সামাজিক সংগঠনের পাশাপাশি এলাকার একাধিক ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে পাখিদের জল পান করার ব্যবস্থাপনার এই কর্মকাণ্ডে।

{link}

বর্তমানে প্রায় ১০ কিলোমিটার রাস্তায় পাশে থাকা গাছে পাখিদের জল পান করার জন্য মাটির ভার বিশুদ্ধ পানীয় জল এবং ওআরএস দেওয়া হয়েছে। প্রতিদিন সকালে এই সমস্ত ভারে জল দেন সংগঠনের সদস্যরা। যাতে পাখিরা ঠিকঠাকভাবে থাকতে পারে এবং তাদের তৃষ্ণা নিবারণ হয় সে কারণেই তাদের এই উদ্যোগ বলে জানান সংগঠনের সদস্য জয়ন্ত পাল।

{ads}

News Breaking News Santipur সংবাদ

Last Updated :