header banner

কৃষি বিল বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল হাওড়ায়

article banner

কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি আইন বাতিলের দাবিতে মঙ্গলবার দুপুরে সারা ভারত কৃষক সভার ডাকে রাজভবন চলো কর্মসূচি নেওয়া হয়েছে। মিছিল শুরু হবে হাওড়া স্টেশন রেল মিউজিয়াম ক্যাম্প থেকে। আজ সকাল থেকেই হাওড়ার বিভিন্ন দূরবর্তী জেলা থেকে কৃষক সভার কর্মীরা এসে উপস্থিত হয়েছেন। সকাল থেকেই বিপুল সংখ্যক মানুষের জনসমাগম লক্ষনীয় হয়। সিপিএমের পক্ষ থেকে মিছিল সমর্থন করা হয়েছে। সেই কারনেই মেদনীপুর, ঝাড়গ্রাম সহ বিভিন্ন জেলা থেকে বাম কর্মী সমর্থকেরা হাজির হয়েছেন হাওড়া স্টেশনে। আরো বেশ কিছু কর্মী এসেছেন বাঁকুড়া, পুরুলিয়া থেকেও। 


কার্যত কৃষি বিলের বিরুদ্ধে সারা ভারতবর্ষ জুড়ে কৃষকদের আন্দোলন চলছে। দিল্লি জুড়ে বৃহত্তর আন্দোলনে নেমেছেন কৃষকরা। কৃষকদের এই আন্দোলনকে সমর্থন করেছে ১৬টি রাজনৈতিক দল। সমর্থন জানানো হয়েছে মমতা বন্দোপাধ্যায় ও সিপি আই এম এর পক্ষ থেকেও। আজকের এই মিছিলে বহু সিপিআইএম এর কর্মী সমর্থকদের লক্ষ করা গেছে।  

{ads}

Farmers Bill Protest Farmers Bill 2020 All India Kisan Sangharsh Coordination Committee India Howrah Farmers CPIM West Bengal

Last Updated :