শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : এ বছর কোচবিহারে (Cooch Behar) ভালো আলুচাষ হয়েছে। কৃষকরা ভালো লাভের মুখ দেখবেন বলেই আশা করছেন। কিন্তু এর মধ্যেই সংকট তৈরী করেছে প্রকৃতির খামখেয়ালিপনা। এখনও পর্যন্ত সমস্ত আলু কৃষকেরা তুলে শেষ করতে পারেননি। বহু আলু মাটির নিচে রয়েছে, আবার কিছু রয়েছে বস্তাবন্দি অবস্থায় মাঠে।
{link}
তবে কিছু আলু হিমঘরে ঢোকানো সম্ভব হয়েছে। সেই আলু নিয়ে চিন্তা নেই আর। বর্তমানে আবহাওয়ার খামখেলিতে চিন্তা বেড়ে উঠেছে কৃষকদের। হালকা বৃষ্টিপাত হয়েছে বিভিন্ন এলাকায়। আর তাতেই আলু চাষের ক্ষতির সম্ভাবনা দেখছেন কৃষকেরা। জেলার এক আলু চাষি রশিদুর মিঞা জানান, “জেলার একাধিক কৃষক এবারের মরসুমে আলু চাষ করছেন। তবে এখনোও সকলের আলু হিমঘরে তোলা সম্ভব হয়নি। ১০০ শতাংশের মধ্যে প্রায় ৪০ শতাংশ আলু সম্ভবত হিমঘরে ঢোকানো সম্ভব হয়েছে।
{link}
তাইতো এই সময়ে যদি বৃষ্টি দেখা দেয়। তবে আলু চাষের প্রচুর ক্ষতি দেখা দেবে। জমিতে থাকা আলু পচে যাবে এবং আলুর দাম বাজারে সঠিক পাওয়া যাবে না। তাই বেশ অনেকটা চিন্তা কাজ করছে বেশিরভাগ কৃষকদের মধ্যে। তবে যদি বৃষ্টি না হয়, তবে আলুর বাজার এবারে ভাল থাকতে চলেছে।” এদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তরবঙ্গে দু'এক দিনের মধ্যেই জোরালো বৃষ্টি হতে পারে। সেই কারণেই গভীর চিন্তায় কোচবিহারের কৃষকরা (Farmers)।
{ads}