রাজ্যে ভোটের দামামা বাজতেই শহর থেকে গ্রাম সর্বত্র শুরু হয়ে গেছে ভোটের প্রচার। বিভিন্ন দল ও দলের প্রার্থীরা তড়িঘড়ি করে নেমে পড়েছে প্রচারে। দেওয়াল লিখন, , মিছিল, জনসাধারণের দুয়ারে দুয়ারে পৌঁছানো শুরু হয়ে গেছে সব। কিন্তু এবারের প্রচারে দেখতে পাওয়া যাচ্ছে নতুন কিছুই। মুলত শাসক দল প্রচারে এনেছে নয়া চমক। শুধুমাত্র দেওয়াল লিখন বা পতাকাতেই থেমে নেই ঘাসফুল। ফ্যাশন ও নির্বাচনের এক সুন্দর মেল বন্ধন ঘটিয়েছে শাসকদল। ভোট এলেই নির্বাচনীদের জনসাধারণের দুয়ারে দুয়ারে পৌঁছে দেবার নানারক্ম উদ্যোগ নিতে থাকে, প্রচারের অঙ্গ হিসাবে লিফলেট, পোস্টারতো আছেই এবারে পাশাপাশি রয়েছে বিভিন্ন রুকমের স্লোগান, প্রতীকী চিহ্নের ছাতা, টুপি, রুমাল, টি-শার্ট বা শাড়ি। এর আগেও আমরা দেখেছি বোলপুর শান্তিনিকেতনে টি-শার্টে "খেলা হবে" লেখা, এবং তা দেদারে বিক্রিও হচ্ছে। এরপর জঙ্গলমহল কেড়েছে নজর, ওখানে শাড়িতে চলল ভোটের প্রচার। হাল্কা সবুজ রঙের পার, সাদা গোটা শাড়ি জুড়ে রয়েছে ছোট ছোট ঘাসফুলের প্রতীকী চিহ্ন। শাড়ির আঁচলে কোন সুতোর কাজ নয়, অভিনব স্টাইলে রয়েছে "ভিক্ট্রি সাইন"।
সময়ের সাথে পাল্লা দিয়ে বদলেছে প্রচারের স্টাইলও। প্রতীকী চিহ্নের এই শাড়ি ইতিমধ্যে বেশ ভালো রকমের সাড়া ফেলে দিয়েছে অনান্য জেলা গুলিতেও। ভালো ও সাধ্যের মতো দামে বিক্রি হচ্ছে এই শাড়ি। চাহিদাও রয়েছে প্রচুরও। প্রচারের এই অভিনবত্ব সত্যিই কেড়েছে নজর। এবারে নির্বাচনে ‘ড্রেস আপ’-এর বিষয়টি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। শুধু ঘাসফুলই নয়, অনান্য দলও ব্যাপারটি লক্ষ্যণীয় হয়ে উঠছে।
{ads}