header banner

বেলডাঙায় দুই সন্তানকে খুনের ঘটনায় মুম্বই থেকে গ্রেফতার বাবা

article banner

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ গতমাসে মুর্শিদাবাদে  নিজের ১০ বছরের ছেলে ও ১২ বছরের মেয়েকে খুন করার অভিযোগ উঠে এসেছিল বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছিল মুর্শিদাবাদের বেলডাঙা থানার অন্তর্গত মহুলা ২ নম্বর গ্রামপঞ্চায়েতের পুলিন্দা গ্রামে।ছেলে ও মেয়েকে খুন করে পালিয়ে গিয়েছিলেন বাবা খোদাবক্স ইমরান শেখ। অবশেষে তাকে মুম্বাই থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বহরমপুর আদালতে তোলা হবে তাকে।

{link}

পুলিন্দা গ্রামের বাসিন্দা ইমরান নিজের সন্তানকে শ্বাসরোধ করে খুন করেছিলেন বলে অভিযোগ। এরপরেই দুই সন্তানের মা অর্থাৎ ইমরানের তৃতীয় পক্ষের স্ত্রী নাজমা বিবি থানায় খুনের অভিযোগ করেছিলেন।পুলিশ সূত্রে জানা গিয়েছে,  ছেলে মেয়েকে খুন করে মুম্বাই পালিয়ে গিয়েছিলেন ইমরান। ২৮শে মে মুম্বাইতে যাওয়ার পর সেখানে ইমরান তার এক বন্ধুর সঙ্গে থাকতে শুরু করেন। যদিও তার বন্ধু  অপরাধ সম্পর্কে অবগত ছিলেন না। সেই বন্ধু তাকে একটি বিল্ডারের সাইটে চাকরিও পাইয়ে দেন। বেলডাঙার পুলিশ ইমরানের মুম্বাইতে থাকার কথা জানতে পেরে মুম্বাই পুলিশের সঙ্গে যোগাযোগ করে।

{link}

এরপর বেলডাঙা থেকে একটি পুলিশ দল ২ জুন  মুম্বাইতে যায়। মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চ ইউনিট ৭ এর সহযোগিতায় ইমরানকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, মুম্বাইয়ের মুলুন্ডে আত্মগোপন করেছিল ইমরান। শনিবার কিলা আদালতে হাজির করে ৯ জুন পর্যন্ত পুলিশী হেফাজতে নিয়ে তাকে বেলডাঙায় আনা হয়। মঙ্গলবার তাকে বহরমপুর আদালতে পেশ করা হয় এমনটাই পুলিশ সূত্রের খবর।

{ads}

news murder crime Arrested in Mumbai Baharampur Murshidabad মুর্শিদাবাদ সংবাদ

Last Updated :