header banner

মেয়ের জন্য কিনবেন স্কুটি! কয়েনে ১ লক্ষ ১০ হাজার টাকা নিয়ে শোরুমে হাজির বাবা

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: তিনবছর আগে মেয়ে বাবার কাছে আবদার করে স্কুটি চেয়েছিল। কিন্তু সেই কথা সেসময় রাখতে পারেননি বাবা। তবে মনের মধ্যে সংকল্প করেছিলেন মেয়েকে স্কুটি কিনে দেবেন। সেই মতো টাকা জোগাড় করেছিলেন। শেষপর্যন্ত সেই ইচ্ছাপূরণ হয়েছে। তবে ওই ঘটনা এখন চর্চাতে। কারণ, স্কুটি কেনার জন্য খুচরো জমিয়েছিলেন। সেই খুচরো নিয়ে হাজির হয়েছিলেন স্কুটির শোরুমে। জারভর্তি সেই টাকা দেখে কার্যত হতবাক হয়েছিলেন ওই বাইক, স্কুটারের শোরুমের কর্মীরাও। শেষপর্যন্ত দোকানের মধ্যেই ওই বিপুল পরিমাণ খুচরো গোনা হয়। ১ লক্ষ ১০ হাজার টাকা নিয়ে মেয়ের জন্য স্কুটি কিনলেন ওই ব্যক্তি। 

{link}

   ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়েছে এলাকা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায়। জানা গিয়েছে, চন্দ্রকোণার এক নম্বর ব্লকের মৌলা পরমানন্দপুর গ্রামের বাসিন্দা বাচ্চু চৌধুরী। গ্রামেই একটি চায়ের দোকান রয়েছে তাঁর। সেই দোকান চালিয়েই সংসার চালান তিনি। সংসার চালাতে কার্যত অনেক সময়ই হিমশিম খেতে হয় ওই ব্যক্তিকে। তবে কোনও কিছুতেই তিনি আশাহত হন না বলে খবর। বছর তিনেক আগে ছোটমেয়ে সুষমা বাবার কাছে স্কুটি চেয়ে আবদার করেছিল। কিন্তু সেসময় কথা রাখতে পারেননি বাচ্চু। তবে মেয়েকে স্কুটি কিনে দেবেন তিনি, সেই কথা মনে মনে ঠিক করেছিলেন। সেই মতো একটি ঘটে খুচরো টাকা জমাতে শুরু করেছিলেন তিনি।

{ads}

Scooter Coins Money Feature Story Medinipur Chandrakona West Bengal Bengali News Scooter to Buy সংবাদ অর্থ এক লক্ষ টাকা

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article