শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : প্রাথমিক নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্তে আবার শীতঘুম ভেঙেছে ইডির (ED)। তারা এবার পঞ্চম চার্জশিট (Fifth charge sheet) জমা করলো আদালতে। ইডি সূত্রের খবর সেই চার্জ শিটের প্রথম নাম লিপস অ্যান্ড বাউন্ডসের (Leaps and Bounds)। এই সংস্থার সঙ্গে নাম জড়িয়ে আছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। এছাড়া রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রীর নামে গড়া তহবিলের নামও রয়েছে সেই চার্জশিটে।
{link}
মোট ২৯টি নাম যোগ করা হয়েছে এই নয়া চার্জশিটে। পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামাই কল্যাণময় ভট্টাচার্য থেকে শুরু করে অন্যান্য ঘনিষ্ঠদের নামও রয়েছে এই চার্জশিটে। ফলে কিছুটা বিপাকে অভিষেক। এই নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই চার্জশিটে নাম আসছে বেঙ্গল মার্লিন হাউসিং লিমিটেড এবং তার অন্যতম ডিরেক্টর সুশীলকুমার মোহতা, দিলীপকুমার চৌধরী।
{link}
গ্রিনটেক আইটি সিটি প্রাইভেট লিমিটেড এবং তার অন্যতম ডিরেক্টর উদয় মোদী। বৌবাজারের চিরাগ অ্যাপ্লায়েন্স প্রাইভেট লিমিটেড এবং তার ডিরেক্টর সুবোধকুমার ছাজেরে, চাঁদনি চকের সেই নিউ ইন্ডিয়া লক্ষ্মী সাইকেল প্রাইভেট লিমিটেড এবং তার ডিরেক্টর নবীনকুমার গুপ্তের। এছাড়াও নাম রয়েছে ওএমআরশিট প্রস্তুতকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানি, তাপস মণ্ডলের সংস্থা মিনার্ভা ইনস্টিটিউট অফ এডুকেশন, নীলাদ্রি ঘোষ, পার্থ-ঘনিষ্ঠ প্রোমোটার সন্তু গঙ্গোপাধ্যায়ের। ফলে ওই মামলা যে নতুন অভিমুখ পেয়েছে তাতে সন্দেহ নেই।
{ads}