নিজস্ব সংবাদদাতা, হাওড়া: পাথর সরানোকে কেন্দ্র করে বচসা। সেই বচসার জেরেই খুনের ঘটনা দক্ষিণ হাওড়া বি গার্ডেন এলাকার মিশ্রপাড়ায়। অতিরিক্ত মারধরের কারনে স্থানীয় এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে। এক টোটো চালক এসে কয়েকজন যুবক কে নিয়ে এলাকায় ঢুকে বেধড়প মারধর করে এক যুবক কে। তারপর তাকে রাস্তার উপরের ফেলে দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন তার দেহ উদ্ধার করে নিয়ে গেলে তাকে মৃত ঘোষনা করেন চিকিৎসকেরা। ঘটনার কারনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে।
{link}
সূত্রের খবর, ওই এলাকা দিয়ে প্রচুর টোটো যাতায়াত করে। এতে এলাকার বাচ্চাদের অনেক সময় দুর্ঘটনা ঘটে। সেই কারণে পাড়ার লোকেরা একটি বড় পাথর রেখে দিয়েছিলেন রাস্তার মুখে। টোটো চালকরা সেই পাথর সরিয়ে দিলে এই নিয়ে এলাকার মানুষের সঙ্গে তাদের বচসা শুরু হয়। গতকালের এই ঘটনার পর এক টোটো চালক শাসিয়ে যায় দেখে নেবার। এরপর আজ সকালে ওই টোটো চালক আরো দু তিনজনকে সঙ্গে নিয়ে এলাকায় আসে। অভিযোগ এক দোকানীকে রাস্তায় ফেলে তারা বেধড়ক মারধর করে পালিয়ে যায়। ওই ব্যক্তিকে প্রথমে সংজ্ঞাহীন অবস্থায় দক্ষিণ হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান এরপর তাকে হাওড়ার নারায়না হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে এলাকায় বিশাল পুলিশ বাহিনী এবং র্যা ফ মোতায়েন করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।
{ads}