header banner

Bus route : অবশেষে চালু হলো ৪৬ নং রুটের বাস

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : অবশেষে উঃ ২৪ পরগনার (North 24 Parganas) ৪৬ নম্বর রুটে চালু হলো বাস। প্রায় ৪ দিন ওই ৪৬ নম্বর রুটে বাস চলাচল বন্ধ থাকার পরে অবশেষে চালু হলো বাস পরিষেবা। জানা গিয়েছে, এই রুটের একাংশের বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিক ও সিন্ডিকেট সদস্যরা। ফলে চলতি সপ্তাহের বুধবার থেকে এই রুটের অধিকাংশ বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। বাসমালিক ও সিন্ডিকেট মেম্বারদের তরফে বাস চালক ও কর্মীদের বিরুদ্ধেই এর দায় চাপানো হয়েছে। মালিকদের একটি অংশ বাস পরিষেবা দিতে প্রস্তুত।

{link}

এমনকি বেশ কয়েকটি বাস এই রুটে চলছেও। সিন্ডিকেটের একাংশের দাবি, এই রুটে কোনও বাস পরিষেবা কোনও মতেই বন্ধ করা যাবে না। সেক্ষেত্রে বাস চালকও শ্রমিকদের অতিরিক্ত দাবি-সহ হুমকি ও চাপ সৃষ্টি করার বিষয়টিকেও সামনে আনছেন তারা। আবার একগুচ্ছ দাবি রয়েছে বাস শ্রমিকদের। তাদের অভিযোগ, তাদের কোনো কথা রাখছে না বাস মালিক কর্তৃপক্ষ। তাদের দাবি,দীর্ঘদিন ধরে বাস মালিকদের হয়ে কাজ করলেও মেডিকেল থেকে বোনাস কোন কিছুই ঠিক মতো পান না তারা।

{link}

নিজেদের দাবি-দাওয়া মালিকপক্ষকে জানাতে গেলে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়। এই অবস্থাতেই মাঠে নামেন পরিবহন মন্ত্রী। পরিবহণমন্ত্রী ও পরিবহণ সচিবের সঙ্গে বৈঠক করেন বাস মালিকরা। সেই আলোচনা ফলপ্রসূ হয়। এর পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শনিবার সকাল থেকে 46,46-A, 46-B এই তিনটে রুট-এর সমস্ত বাস চলাচল করবে। যাত্রীদের হয়রানির শিকার হতে হবে না। প্রসঙ্গত গত কয়েকদিন ধরে এই সব রুটের বাস বন্ধ ছিল। অভিযোগ ছিল নেতার দাদাগিরিতে বাস চলাচল বন্ধ।

{ads}

News Breaking News North 24 Parganas Bus route সংবাদ

Last Updated :