header banner

শিলিগুড়িতে অবশেষে বৃষ্টি, পাহাড় আবার ফিরেছে চেনা ছন্দে

article banner

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: বুধবার বিকেলে কয়েক পশলা বৃষ্টির পর থেকে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল ও সমতলে তাপমাত্রা অনেকটাই কমে গেছে। পাহাড় আবার ফিরেছে চেনা ছন্দে। শীতের আমেজে মশগুল দার্জিলিং। সমতল শিলিগুড়িতে সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতেও গরমের তীব্রতা কিছুটা কমেছে। বুধবার বিকেলে বৃষ্টি হয় শিলিগুড়ি সংলগ্ন শালুগাড়া, দার্জিলিং সহ আরো বেশ কিছু এলাকায়। তবে বহু কাঙ্খিত বৃষ্টি অনুভব করবার সৌভাগ্য হয়নি শহরবাসীদের, যদিও গরমের পরিমাণ কিছুটা হলেও কমেছে। এই তাপপ্রবাহ কম হয়ার সাথে সাথে মানুষ একটু স্বস্তির নিশ্বাস ফেলেছে তবে বৃষ্টির দরকার প্রচণ্ড।
{link}
অবশেষে শহরবাসীদের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর কয়েক পশলা বৃষ্টি হয় শিলিগুড়িতে, মাঝে মাঝে আকাশে বিদ্যুতের চমকের দেখা মিলেছে। বৃষ্টি হতেই উধাও গরম, বিগত দিনগুলিতে শিলিগুড়িতে বেশ অস্বস্তি হচ্ছিল গরমের জন্য। বুধবার বিকেলের পর গরম কিছুটা কমে, তবে আজ স্বস্তি মিলেছে শহরবাসীদের। শুক্রবার সন্ধ্যার পর ঝমঝমিয়ে বৃষ্টি নামে।
{ads}

siliguri darjeeling west bengal rain news সংবাদ

Last Updated :