header banner

অবশেষে স্বস্তি, হাওড়ার ১৯ নম্বর ওয়ার্ডে পোড়ানো হল মৃতদেহ, সাফাই করা হচ্ছে এলাকায়

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: অবশেষে খানিক স্বস্তি পেলেন হাওড়ার ২৯ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা। এই ওয়ার্ডেই রয়েছে হাওড়া মর্গ। অভিযোগ, মর্গের পচা দুর্গন্ধের জেরে ওই এলাকার বাসিন্দাদের নাভিশ্বাস ওঠার জোগাড়। অভিযোগ, মর্গে ৩০-৪০টি মৃতদেহ রাখার ক্ষমতা থাকলেও সেখানে রাখা থাকে অনেক বেশি মৃতদেহ। যে কারণে লাশের গন্ধে এলাকার মানুষের সমস্যা বেড়েই চলছিল। এই নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রচার হতেই উদ্যোগ শুরু হয় প্রশাসনের তরফ থেকে। শনিবার হাওড়ার শিবপুরের একটি ঘাটে বেশ কিছু সংখ্যক মৃতদেহ পোড়ানো হয় বলে জানা গেছে। পাশাপাশি, মর্গের জমে থাকা আবর্জনা পরিষ্কারও করা হয়েছে। যার ফলে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে মানুষের মধ্যে। এলাকা থেকে দুর্গন্ধও অনেকটাই কমে গিয়েছে বলে জানিয়েছেন তারা। 

{ads}

news Howrah West Bengal সংবাদ

Last Updated :