header banner

অবশেষে উদ্ধার বঙ্গোপসাগরে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ থাকা বাকি ৫ জন

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিন ২৪ পরগনা: কাকদ্বীপে ট্রলার দুর্ঘটনায় ১৮ জনের মধ্যে নিখোঁজ হয়ে থাকা অবশিষ্ট ৫ জনেরও খোঁজ মিলল শনিবার। এদিন ভোরের আলো ফুটতেই আবারো নিখোঁজ ৫ মৎস্যজীবীর উদ্ধারের জন্য সুন্দরবনের বিভিন্ন উপকূল তীরবর্তী এলাকা থেকে ট্রলার রওনা দেয়। অবশেষে বঙ্গোপসাগরের কেঁদো দ্বীপের কাছেই বাঘের চরে নিখোঁজ ৫ মৎস্যজীবীর সন্ধান পায় উদ্ধারকারী ট্রলার। এরপর শুরু হয় উদ্ধার কাজ, নিরাপদে নিখোঁজ মৎস্যজীবীদের উদ্ধার করা হয়। শারীরিক পরীক্ষা করার জন্য নিয়ে আসা হচ্ছে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপাতালে। নিখোঁজ মৎস্যজীবী ফিরে পাওয়া স্বস্তির নিঃশ্বাস পরিবারে।

{link}
উদ্ধার হয় মৎস্যজীবী শেখর দাস বলেন, মৎস্য দপ্তরের নিষেধাজ্ঞা পাওয়ার পর এফবি সত্যনারায়ণ বন্দরের দিকে ফিরে আসছিল। সেই সময় সমুদ্র উত্তাল থাকার কারণে কেঁদো দ্বীপের কাছে উল্টে যায় ট্রলারটি। ট্রলারে থাকা সকল মৎস্যজীবী উত্তাল সমুদ্রে পড়ে যায়। আমরা লাইভ জ্যাকেট নিয়ে বাঁচতে থাকি। আজ পাথরপ্রতিমা বাঘের চরের কাছে আমরা উঠে পড়ি। এরপর কয়েকজন মৎস্যজীবী ট্রলার আমাদেরকে দেখতে পেয়ে উদ্ধার কাজে এগিয়ে আসে। সাক্ষাৎ মৃত্যুকে সামনে থেকে দেখেছি মনে হয় যেন নতুন জীবন ফিরে পেলাম। উদ্ধার কাজে যাওয়ার মৎস্যজীবী রামদাস বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা বিভিন্ন জায়গা থেকে ট্রলার নিয়ে উদ্ধারকার্যে বেরিয়ে পড়েছিলাম। আজ সকালে বঙ্গোপসাগরের কাছে বাঘের চরে নিখোঁজ মৎস্যজীবীদের আমরা দেখতে পাই। লাইভ জ্যাকেট নিয়েই নদীতেই বাসছিল। তাদের দেখে আমরাই উদ্ধার করতে এগিয়ে যাই।

{link}

নিম্নচাপ ও ঝোড়ো হওয়ার জেরে বঙ্গোপসাগরে উত্তাল সমুদ্র উল্টে যায় এফবি সত্যনারায়ণ নামে একটি ট্রলার। উত্তাল ঢেউয়ের নিখোঁজ হয়ে যান ১৮ জন মৎস্যজীবী। শুক্রবার উপকূল রক্ষী বাহিনী ও স্থানীয় মৎস্য জীবি ট্রলার গুলি উদ্ধার কাজে নেমে পড়ে। উদ্ধার কাজে নেমে বঙ্গোপসাগর থেকে উদ্ধার হয় ১৩ জন মৎস্যজীবী। ১৩ জন মৎস্যজীবীকে গতকাল কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটালে শারীরিক পরীক্ষা করার জন্য নিয়ে আসা হয়। এরপর কেটে যায় ২৪ ঘন্টা, যার ফলে তখনও নিখোঁজ ৫ মৎস্যজীবীর পরিবারের সদস্যদের মধ্যে উৎকণ্ঠা বাড়তে থাকে। তবে এখন সবাই সুস্থভাবে বাড়ি ফিরে আসায় স্বস্তির হাওয়া সকলের মনে। 
{ads}

news Bay of Bengal Trawler accident West Bengal South 24 Pargana সংবাদ

Last Updated :