header banner

Salboni : অবশেষে অপেক্ষার অবসান হলো

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : অবশেষে অপেক্ষা শেষ। এবার সত্যি শুরু হতে চলেছে শালবনির (Salboni) তাপবিদ্যুৎ কেন্দ্র। প্রায় ১৭ বছরের অপেক্ষার অবসান! ২০০৭ সাল থেকে শিল্পের আশায় বুক বেঁধে রয়েছে শালবনি। জমি অধিগ্রহণের পরেও মাঝপথে থমকে যায় কাজ। এরপর ২০১৬ সালে সিমেন্ট কারখানা তৈরি হলেও অর্ধেকের বেশি অধিগৃহীত জমি পড়েই ছিল।

{link}

এবার সেখানে তাপবিদ্যুৎ কেন্দ্র (Jindal Power Plant) গড়ে উঠছে। ১৬,০০০ কোটিরও বেশি টাকা খরচ করে দু’টি তাপবিদ্যুৎ কেন্দ্রে নির্মাণ করছে জিন্দল গোষ্ঠী। সোমবার দুপুরে তার শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উপস্থিত থাকবেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা শিল্পপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

{link}

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী বলেছেন, এর পড়ে ১০০ বছর বাংলায় আর বিদ্যুতের সমস্যা থাকবে না। একটা বড়ো শিল্প গড়ে উঠলে কর্ম সংস্থান বাড়বে। এলাকার মানুষ খুবই খুশি। শালবনির বুকে ৮০০ মেগাওয়াট করে দু’টি তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ছেন জিন্দলরা। আজ তার শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে খুশির আমেজ সেখানে। কর্মসংস্থানের আশায় বুক বাঁধছেন স্থানীয়রা। জমিহারা কমিটির সম্পাদক পরিষ্কার মাহাত বলেন, ‘এখনও কিছু দাবি পূরণ হয়নি। কিন্তু অবশেষে কারখানাটা যে হচ্ছে, স্থানীয় কয়েকজন ছেলেমেয়ে কাজ পাবে, সেটাই বড় কথা’।

{ads}

News Breaking News Mamata Banerjee Salboni Sourav Ganguly সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article