header banner

কল সেন্টার চালানোর নামে আর্থিক প্রতারণা, ইছাপুরে পুলিশি অভিযানে ধৃত ২

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: কল সেন্টার চালানোর নামে আর্থিক প্রতারণা। মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে হাওড়ার ইছাপুরের একটি আবাসনে হানা দেয় হাওড়া সিটি পুলিশের একটি দল। সেখান থেকে আটক করা হয়েছে ২ জনকে। ঘটনাস্থলে ওই আবাসন থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু জিনিসও। হঠাৎ শান্ত ও নিরিবিলি পরিবেশে এহেন পুলিশি হানা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়েরা। চোখের আড়ালে যে এতোদিন এহেন অনৈতিক কাণ্ডকারখানা চলছিল তা বিশ্বাসই হয়নি অনেকের।

{link}

পুলিশ জানিয়েছে, প্রথমে এই কল সেন্টারের কথা গোপন সূত্রে জানতে পারে ব্যাঁটরা থানা এলাকার পুলিশ। ইছাপুরের এক বাড়িতে চলছিল ওই অবৈধ কারবার। সেই খবর পেয়ে মঙ্গলবার দুপুরে হাওড়া সিটি পুলিশের একটি দল সেখান অভিযান চালিয়ে ২ জন কল সেন্টার কর্মীকে আটক করে পুলিশ। ঘটনাটির বিস্তারিৎ তদন্ত শুরু হয়েছে। 
{ads}

news Howrah Ichapur Fraud West Bengal সংবাদ

Last Updated :