header banner

পূর্ব রেলের লিলুয়া ওয়ার্কশপে বগিতে আগুন, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ পূর্ব রেলের লিলুয়া ওয়ার্কশপে এম শপে একটি বগিতে ভয়াবহ আগুন লাগে। কিছুক্ষনের মধ্যে দাউদাউ করে বগিতে আগুন জ্বলতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই ওয়ার্কশপ ঢেকে যায় কালো ধোঁয়ার চাদরে। পরিস্থিতি দেখে দ্রুত দমকলে খবর দেওয়া হয়। খবর পেয়ে দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়। প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় দমকল বাহিনী। কোনরকম হতাহতের খবর নেই।

{link}
সূত্রের খবর, মূলত পূর্বে কোভিডের জন্য এই বগিটি নির্মিত হয়েছিল। তাই বর্তমান সময়ে সেটি পুনর্নির্মাণ করার কাজ চলছিল। মঙ্গলবার সকালে আচমকা আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় পুরো ইঞ্জিনটি। বালি ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত ঘটনাস্থলে উপস্থিত একজন দমকল অফিসার জানান, আগুন ভয়াবহ রূপ ধারন করেনি। দমকল বাহিনী যথা সময়ে এসে আগুন নেভাতে সক্ষম হয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিট কিংবা গ্যাস কাটার থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান। 
{ads}

news Eastern Raiway Fire Liluah Workshop Howrah সংবাদ

Last Updated :