header banner

Mallarpur : বন্ধ সিনেমা হলে অগ্নিকান্ড

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : মল্লারপুরে (Mallarpur) বন্ধ হয়ে থাকা এক সিনেমা হলে আগুন লেগে যাওয়ায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মল্লারপুরের বিশাল পুলিশ বাহিনী সহ দমকলের দুটি ইঞ্জিন।

{link}

তবে কিভাবেই বা এই অগ্নিসংযোগ হল বা কিভাবে ক্ষণিকের মধ্যে আগুন ছড়িয়ে পড়ল সে বিষয়ে তদন্ত শুরু করেছে মল্লারপুর থানার পুলিশ। জানা যায় বেশ কয়েক বছর থেকে মল্লারপুরের বুকে বন্ধ হয়েছিল এই সিনেমা হলটি। আর বন্ধ সিনেমা হলেই ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সিনেমা হলের কাঠের চেয়ার বেঞ্চ।

{link}

আর তাতেই আগুন লেগে ক্ষণিকের মধ্যে তা ছড়িয়ে পড়ে গোটা সিনেমা হলে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে মল্লারপুরের বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে জানা যায় রবিবার আনুমানিক পৌনে একটা নাগাদ এই আগুন লাগার ঘটনা ঘটে আর তার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন।

{ads}

News Breaking News Mallarpur West Bengal সংবাদ

Last Updated :