header banner

হাওড়ার সালকিয়ায় মধ্যরাতে বাড়িতে আগুন, দমকলের চেষ্টায় উদ্ধার ২

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: সোমবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল হাওড়ায়। সালকিয়ার এই ঘটনায় ঘরের মধ্যেই আটকে পড়েন মানসিক ভারসাম্যহীন বয়স্ক দুই ভাইবোন। দমকলের তৎপরতায় এদের সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। উত্তর হাওড়ার সালকিয়া অরবিন্দ রোড এলাকায় সোমবার রাত প্রায় দুটো নাগাদ একটি তিনতলা বাড়িতে আগুন লাগে। আগুনের তীব্রতা বাড়লে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষ। দমকলে খবর দেওয়া হয়। দমকলের তিনটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। তারা এসে বেশ কিছুক্ষনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে এবং ঘরের মধ্যে আটকে থাকা দুজন কে উদ্ধার করেন। 

{link}
স্থানীয় সূত্রের খবর, যেই বাড়িতে আগুন লেগেছিল সেই বাড়িতে আটকে ছিলেন মানসিক ভারসাম্যহীন বয়স্ক দুই ভাইবোন। দমকলের আধিকারিকরা দ্রত সেখানে পৌঁছে বাড়ি থেকে তাঁদের অক্ষত অবস্থায় ঘরের মধ্যে থেকে বাইরে বের করে নিয়ে আসেন। এরপর প্রায় ঘন্টা দুয়েকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই ঘটনায় হতাহতের খবর না থাকলেও এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি।
{ads}

news Howrah fire West Bengal সংবাদ

Last Updated :