header banner

হ্যান্ড পাম্প থেকে জলের যায়গায় বের হচ্ছে আগুন, অবাক কাণ্ড চণ্ডীপুরে

article banner

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: জলের কল, যে জলের কল থেকে নিয়মিত পানীয় জল সংগ্রহ করেন আপনি। ভাবুন তো, যদি হঠাৎ সেই কল থেকে আগুন বের হতে শুরু করে! হ্যাঁ, এহেন অবাক কাণ্ডেরই সাক্ষী রইলো পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর গ্রাম! পাম্পের মুখ থেকে জল না বেরিয়ে বের হচ্ছে আগুন! এমনই কাণ্ড দেখে কার্যত হতবাক হয়ে যান এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ছুটে আসে প্রশাসনের আধিকারিক থেকে দমকল আধিকারিকেরা। ঘটনাটি ঘটেছে বুধবার  পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর বিধানসভা রায়পুর এলাকায়। তড়িঘড়ি করে পাম্পটি বন্ধ করে বস্তা চাপিয়ে দেয় প্রশাসনের কর্তারা।

{link}
সূত্রের খবর, চণ্ডীপুর বিধানসভা রায়পুরে এই পাম্প রয়েছে! পাম্প থেকে নিয়মিত জল নেন সেই গ্রামের মানুষ। সাম্প্রতিক দুদিন আগে জলের বদলে গ্যাস বের হতে থাকে। প্রথমে গ্রামবাসীরা বিষয়টি ততটা গুরুত্ব দেয়নি। তারপর বুধবার দুপুর থেকে  হঠাতই পাম্প থেকে আগুনের ফুলকি বের হতে থাকে। তারপরে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। অনেক বাসিন্দা বাড়ি ছেড়ে অন্যত্র আত্মীয় বাড়িতে রওনা দিয়েছে বলে এমনটাই সূত্র মারফত জানাগেছে। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দমকলের  ইঞ্জিন সহ আধিকারিকেরা। এরপর বিডিও ঘটনাস্থলে পৌঁছায়। পরে পাম্পটি বস্তা দিয়ে বন্ধ করে দেয়৷ যদিও এ বিষয়ে প্রশাসনে আধিকারিক কাছ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি৷ কি থেকে এই আগুনের উৎপত্তি সেই বিষয়টি  নিয়েই দেখা দিয়েছে একাধিক প্রশ্ন। এলাকার এক স্থানীয় বাসিন্দা প্রদীপ বেরা বলেন "গত দু'দিন ধরে জল নেওয়ার সময় গ্যাস বের হচ্ছিল। প্রথমে কিছু বুঝতে পারিনি। আজ সকালে পাম্পে মুখ থেকে বের হচ্ছে আগুন। গ্রামবাসীরা খুবই আতঙ্কের মধ্যে রয়েছি। প্রশাসন  দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি", এহেন অবাক করা কাণ্ড দেখলে আতঙ্ক দেখা দেওয়াই স্বাভাবিক বই কি!! 
{ads}

news fire handpump shocking incedent West Bengal সংবাদ

Last Updated :