শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বারুইপুর জুড়ে এখনো সাজো সাজো রব। উদ্বোধন হতে চলেছে প্রাথমিক পর্বের আতশবাজির সেলিং হাব। বারুইপুরের (Baruipur) উত্তরভাগ কাটাখাল বাইপাসের ধারে আতশবাজি বিক্রির জন্য ‘সেলিং হাব’ হচ্ছে। প্রথম ধাপে ৫০টি দোকান তৈরি হয়ে গিয়েছে। শুধু রঙের কাজ বাকি।
{link}
তা শেষ হলেই উদ্বোধন হবে বলে জানা গিয়েছে। ৪৮০টি সবুজ বাজি বিক্রির দোকান নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্যের ক্ষুদ্রশিল্প দফতর। বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার বলেন, ৫০টি দোকান চলতি বছর পুজোর আগেই এর উদ্বোধন হতে পারে। বাকি দোকান নির্মাণে কিছু জটিলতা থাকায় আটকে আছে। বাজি তৈরির জন্য আলাদা জমি দিতে প্রস্তুত হাড়ালের বাজি ব্যবসায়ীরা। এক ব্যবসায়ী বলেন, “২০ বিঘা জমি আমাদের তৈরি আছে। কিন্তু প্রশাসনের কর্তারা সবুজ সিগন্যাল দিলে তবে তা দেওয়া হবে।”
{link}
বারুইপুর পূর্ব বিধানসভার বেগমপুর পঞ্চায়েতের কাটাখাল উত্তরভাগ বাইপাসে খালের দু’ধারে ২ কোটি ৪৮ লক্ষ ৯৭ হাজার টাকা ব্যয়ে এই বাজি সেলিং হাব নির্মিত হচ্ছে। গতবছর উত্তর ২৪ পরগনার হাবড়া থেকে এর শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোট ৬২ বিঘা জমিজুড়ে এই হাব হচ্ছে। বারুইপুর ব্লকের চম্পাহাটি, বেগমপুর, সাউথ গড়িয়া পঞ্চায়েতের এক লক্ষ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই শিল্পের সঙ্গে জড়িত। হাব ছাড়াও উত্তরপুরীতে ম্যানুফ্যাকচারিং ইউনিট গড়ে তোলার কথা বলা হয়েছিল।
{ads}