header banner

দিলীপ ঘোষেরা হচ্ছে হঠাৎ রাজনীতি- ফিরহাদ হাকিম

article banner

এরা হচ্ছে হঠাৎ রাজনীতি, হঠাৎ করে রাজনীতিতে এসেছে, দুদিন পরে ফের চলে যাবে কিন্তু বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ছিলেন আছেন থাকবেন, দিলীপ ঘোষকে কটাক্ষ করে বুধবার ফের মন্তব্য করলেন ফিরহাদ হাকিম। এছাড়াও অমর্ত্য সেনকে নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে  তিনি বলেন অমর্ত্য সেন বাঙালির গর্ব ।তাকে নিয়ে দিলীপ ঘোষের এরকম মন্তব্য করা একেবারেই উচিত হয়নি। আজ দিলীপ ঘোষ অমর্ত্য সেনকে নিয়ে বলছেন কাল তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বলবেন বলেও মন্তব্য করেন তিনি। এইসব বিষয়ে আলোচনা না করে বরং কেন্দ্র সরকারের উচিত বেকারদের চাকরি দেওয়া শিক্ষাক্ষেত্রে রাজনীতি নিয়ে আসা,  এইসব বিষয়ে কেন্দ্রীয় সরকার তথা বিজেপির কাজ করা উচিত বলে মনে করছেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী। 
বিজেপির পক্ষ থেকে বেশ কিছুদিন যাবৎ অভিযোগ করা হচ্ছে রাজ্যে নারী সুরক্ষা ও আইন শৃঙ্খলা নেই, এমনকি জম্মু কাশ্মীরের থেকে বেশী রাজনৈতিক হিংসা এখানে হচ্ছে। এই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন জম্মু-কাশ্মীরে কেন্দ্রশাসিত করায় সেখানে রাজনৈতিক বলি হচ্ছে সাধারণ মানুষ। আগে নিজেকে ঠিক করুন তারপর এই রাজ্যে আসবেন।আর এই রাজ্য পশ্চিমবঙ্গ কে কখনোই ইউপি মধ্যপ্রদেশ করা যাবে না বা গুজরাট করা যাবে না, বলে তিনি আরও একবার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপিকে। তিনি জানিয়েছেন গুজরাটের মত এনকাউন্টার করে কাউকে এখানে মারা হয় না বা হাতরাসের মতো ঘটনা ঘটে না। এখানেও ক্রাইম হয় কিন্তু তার শাস্তি দেওয়ার জন্য রয়েছে বিচার বিভাগ। বাংলায় একটি সংস্কৃতি সৃষ্টি এবং কৃষ্টি রয়েছে যা বিজেপি কখনোই নষ্ট করতে পারে না বলেও জানিয়েছেন তিনি। এছাড়াও কৃষির প্রসঙ্গে তিনি বলেন বাংলার কৃষকরা যথেষ্ট ভাল আছে। তার কারণ তাদের পাশে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার মতে ভালো নেই দিল্লির কৃষকরা । তাদের পাশে দাঁড়ানো উচিত। কিন্তু বিজেপি কেন্দ্রীয় সরকার তাদের জন্য কিছুই করছেন না। ইতিমধ্যে অনেকে কিন্তু মারা গিয়েছেন ।যারা আমাদের খাদ্যের যোগান দিচ্ছে তাদের পাশে যদি সঠিক সময় না দাঁড়ানো যায় কিসের কেন্দ্রীয় সরকার? এহেন বক্তব্যের মাধ্যমে তীব্র কন্ঠে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন তিনি। 

 

 

{ads}

Firhad Hakim Amartya Sen Mamata Bannerjee Election TMC BJP Dilip Ghosh Politics West Bengal India

Last Updated :