header banner

রাজনীতিতে অরাজনৈতিকতার তকমা

বাংলায় গেরুয়া রাজনীতির রাজনৈতিক চলাফেরায় ফের প্রশ্ন তুললেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। এদিন তিনি বিজেপির সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন বিজেপির রাজনীতি হল বিভাজনের রাজনীতি। 
রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজি নজরুল ইসলামের এই বাংলায় সংস্কৃতির মেলবন্ধনের কথা তুলে ধরে তিনি বাংলার রাজনৈতিক পরিকাঠামোর অনন্যতার ব্যাখ্যা দেন। উত্তরপ্রদেশে ক্রমাগত এনকাউন্টার এবং ঘটতে থাকা রাজনৈতির অপপ্রয়োগের তীব্র বিরোধিতা দেখা যায় তার বক্তব্যের মাধ্যমে। কেন্দ্রীয় সংগঠনগুলির ক্ষমতা কুক্ষিগত করার প্রক্রিয়ারও তীব্র কটাক্ষ করেন তিনি। এমনকি তিনি এটাও বলেন যে প্রশাসন এবং রাজনীতি কখনোও এক হয়ে কাজ করতে পারেনা। এছাড়াও নিজের ওপর করোনার ভ্যাকসিন প্রয়োগের বিষয়টিকেও তিনি সম্মতি জানিয়েছেন।
অনবরত বাকযুদ্ধের মাধ্যমে যে রাজনৈতিক লড়াই শুরু হয়েছে সেই যুদ্ধেই নতুন করে পারদ চড়তে দেখা গেল ফিরহাদ হাকিমের এই মন্তব্যের মাধ্যমে। যুদ্ধের পর শেষমেশ কার মুখে হাসি বজায় থাকবে সেটাই দেখার। {ads}
 

Firhad Hakim BJP TMC Politics 2021 Election West Bengal

Last Updated :