কালিদাসের গল্প ছোটবেলার কে না পড়েনি, সেই কালিদাস যেই ডালে বসেছিল সেই ডালকেই কাটছিল। সোমবার শুভেন্দু অধিকারীকে সেই কালিদাস বলেই চিহ্নিত করলেন ফিরহাদ হাকিম। এছাড়াও এদিন নন্দীগ্রামে সভামঞ্চে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির বক্তব্য সম্পর্কে তিনি বলেন, বাংলায় যে কটা সিট আছে সব কটি সিটেরই প্রার্থী মমতা বন্দোপাধ্যায়। কারন বাংলার মানুষ ভোট দেবে মমতা বন্দোপাধ্যায়কে বাংলার মুখ্যমন্ত্রী করার জন্য।
একসময় তৃনমূলের অন্যত্যম দাপুটে নেতা ছিলেন শুভেন্দু অধিকারী। দলের অন্যতম মুখও ছিলেন তিনি। কার্যত তৃনমূল দলের হাত ধরেই রাজনীতির মঞ্চে নিজের শক্তি বৃদ্ধি করেছিলেন তিনি। একুশের ইলেকশানের আগে দলের প্রতি ক্ষুদ্ধ হয়ে তিনি যোগ দিয়েছেন বিজেপির শিবিরে। এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতেই আজ ববি হাকিম শুভেন্দু অধিকারীকে ‘কালিদাস’ বলে সন্মোধন করেছেন। কিন্তু আমরা সবাই জানি সেই কালিদাসই পরে এক বিখ্যাত কবি হয়ে উঠেছিলেন। বর্তমান ক্ষেত্রেও কি শুভেন্দু তার লড়াইয়ে জয় এনে দিতে পারবেন পদ্মফুলের সৈনবাহিনীকে? প্রশ্নের উত্তর দেবে আসন্ন নির্বাচনের ফলাফল।
{ads}