header banner

Howrah Shibpur: শিবপুর থানার নাকের ডগায় অভিজাত আবাসনে চলল গুলি! শুটআউটে আহত ১ মহিলা

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: হাওড়ার শিবপুর থানার নাকের ডগায় একটি অভিজাত আবাসনে চললো গুলি। দিনে দুপুরে এই গু*লি চালানোকে কেন্দ্র করে আবাসনের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়ায়। পুনম যাদব নামে এক মহিলাকে গু*লি করায় আশঙ্কা জনক অবস্থায় তাকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, আবাসনের ১৫ তলায় অবস্থিত নিজের ফ্যাটেই গুলিবিদ্ধ হন পুনম যাদব। প্রাথমিক তদন্তে পুলিশের তরফে জানানো হয়েছে, রিভলভারটি ওই গৃহবধূর স্বামী গোপাল যাদবেরই।

{link}

বুধবার সকালে নিজের ঘরেই আগ্নেয়াস্ত্রটি পরিস্কার করছিলেন তিনি। পরিস্কার করার সময়েই আচমকা বন্দুক থেকে গুলি ছিটকে বেরিয়ে যায়। গুলিটি গিয়ে লাগে পুনম যাদবের গলায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন হাওড়া সিটি পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের পাশাপাশি শিবপুর থানাযর পুলিশ। এই ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশ গোপাল যাদব কে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। আদৌ বন্দুক পরিস্কার করতে গিয়েই তা থেকে গুলি ছিটকে বেরিয়ে পুনম আহত হয়েছেন কী না, সেই বিষয়টিকে কেন্দ্র করে ওয়াকিবহাল মহলে প্রশ্ন দেখা দিয়েছে। সেই সময়ে স্বামী ও স্ত্রীর মধ্যে কোন বিবাদ চলছিল এবং সেই বিষয়টির কারণেই গুলি চলেছে কী না, সেই বিষয়টিও স্পষ্ট নয়। সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ। 

{ads}

Howrah News Shibpur Shootout Shibpur PS Howrah News Today Shibpur Shootout West Bengal News সংবাদ শিবপুর গুলি হাওড়া

Last Updated :

Related Article

Latest Article