header banner

Madhyamik Result 2025 : মাধ্যমিকে প্রথম অদৃত সরকার

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : তীব্র উৎকণ্ঠার মধ্যে প্রকাশিত হলো মাধ্যমিকের ফল (Madhyamik Result 2025)। পাশের হার ৯৬. ৪৬শতাংশ। এবার প্রথম হয়েছে অদৃত সরকার। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় শুক্রবার সকাল ৯টায় সাংবাদিক বৈঠক শুরুর পর থেকেই অদৃতের বাড়িতে একটা চাপা টেনশন ছিল। বরাবরই পড়াশোনায় ভাল অদৃত।

{link}

আশা ছিল ভাল ফল করবে। মেধা তালিকায় নাম আসবে কি না, তা নিয়ে উদগ্রীব ছিলেন পরিবারের লোকজন। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি তার নাম ঘোষণার পর থেকে বাড়িতে খুশির হাওয়া। অদৃত বলল, নাম ঘোষণার পর থেকে বাড়িতে ফোন এসেই যাচ্ছে। তবে এটাকে স্বাভাবিক হিসেবেই দেখছে সে। এখনও কোনও বিষয়ে কত নম্বর পেয়েছে জানতে পারেনি।

{link}

বিজ্ঞান তার বরাবরই ভাল লাগে। অদৃত বলেন ভবিষ্যতে বিজ্ঞান নিয়েই তিনি এগোতে চান। রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র অদৃত জানিয়েছে, এই মুহূর্তে সে ডাক্তারি পড়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। তবে পরে অন্য কোনো বিষয় নিয়েও তিনি পড়াশুনা করতে পারে।

{ads}

News Breaking news Madhyamik Result 2025 Adrit Sarkar সংবাদ

Last Updated :