header banner

হাওড়ায় বালিতে প্রথম ডেঙ্গিতে মৃত্যু, মৃত পেশায় সিভিল ইঞ্জিনিয়ার তৌসিফ সদর(২৯)

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ ডেঙ্গির আতঙ্ক পিছু ছাড়ছেনা হাওড়াবাসীর। বেড়েই চলেছে ডেঙ্গিতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার ফের ডেঙ্গিতে মৃত্যু হল এক যুবকের। যার ফলে বর্তমানে এই বছরে হাওড়া শহরে ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৪। এই এই মর্মান্তিক ঘটনায় বালিতে প্রথম ডেঙ্গিতে মৃত্যু হল এক যুবকের। সূত্রের খবর মৃত যুবকের নাম, তৌসিফ সদর(২৯)। হাওড়া পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডের বেলিড় ভোটবাগানের বাসিন্দা ছিলেন তিনি। স্থানীয় সূত্রে খবর, পেশায় সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন ওই যুবক।  আজ সকালে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। 

{link}
পরিবার সূত্রে খবর, গত ১লা সেপ্টেম্বর ডেঙ্গুর উপসর্গ নিয়ে প্রথমে ঘুসুরি জয়সোয়াল হাসপাতালে ভর্তি হয় তৌসিফ। অবস্থার অবনতি হলে গত ৩ তারিখে তারপরে সেই হাসপাতাল থেকে হাওড়ারই একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় হয়। সেই হাসপাতালের তরফ থেকেও জানানো হয়ে অবস্থার ক্রমশ আরও অবনতি হচ্ছে। আজ সকালে ডেঙ্গিতে তার মৃত্যু হয় যুবকের। এত অল্প বয়সে অকাল প্রয়ানে স্থানীয় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তবে স্থানীয়েরা প্রশাসনের উপর তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। 
{ads}

news Dengue Death Howrah HMC West Bengal সংবাদ

Last Updated :