header banner

Sundarbans: শুরু হল ৭৪০ টি টুরিস্ট বোটের 'স্বাস্থ্য-পরীক্ষা'! সার্টিফিকেট পেলে তবেই লাইসেন্সের আবেদন

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এই প্রথম জেলা পরিষদের তরফে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। ফিটনেস সার্টিফিকেট পেলে তবেই আগামী বছরের লাইসেন্স পেতে এনওসির জন্য আবেদন করতে পারবেন বোট মালিকরা। গোসাবায় এই কাজ শুরু হল। নৌকার পরিকাঠামো, ব্যাটারি, ইঞ্জিন, ক্রু লাইসেন্স, বৈধ অগ্নিনির্বাপক ব্যবস্থা সহ মোট ১৯টি বিষয় দেখা হবে। টেন্ডার ডেকে একটি এজেন্সিকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। প্রসঙ্গত, সুন্দরবনে পর্যটকদের নদী ভ্রমণ করায় যেসব বোট, তাদের হালহকিকত জানতে সুন্দরবন টাইগার রিজার্ভের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে চিঠি দেওয়া হয়েছিল। তার প্রেক্ষিতেই এই উদ্যোগ। জানা গিয়েছে, গোসাবা, বাসন্তী, ঝড়খালি, কুলতলি এবং নামখানায় এই বোট পরীক্ষার কাজ করবে ওই এজেন্সি।

{link}

সব মিলিয়ে ৭৪০টি টুরিস্ট বোটের স্বাস্থ্যপরীক্ষা করার কথা রয়েছে। জেলা পরিষদের উপাধ্যক্ষ বলেন, পর্যটকদের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বোটগুলি নির্দিষ্ট সব নিয়ম মানছে কি না, সেটা পরীক্ষা করে দেখা হবে। চেক লিস্টে থাকা ১৯টি বিষয়ের উপর রিপোর্ট তৈরি করা হবে। কেউ যদি সিএফ না পান, তাহলে এনওসি পাবেনা না, লাইসেন্সের জন্য আবেদনও করতে পারবেন না। জানা গিয়েছে, এনওসি দেওয়ার প্রক্রিয়া সেই কাজ শুরু হয়েছে। মালিকদের বোট পরীক্ষা করাতে হবে। সংশ্লিষ্ট বোটের ইঞ্জিন কেমন, পরিকাঠামো ঠিক আছে কি না, আয়তন কতটা ইত্যাদি যাচাই করা হবে। কোথাও কোনও খামতি থাকলে আটকে যেতে পারে ফিটনেস সার্টিফিকেট।

{ads}

Sundarbans News Tourist Boats Sundarbans Tourist Boats Sundarbans Tourism Tourism Bengali News West Bengal Tourism সংবাদ টুরিস্ট পর্যটন

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article