header banner

পাথরপ্রতিমায় মদ ভেবে বিষ খেয়ে অসুস্থ পাঁচ জন ছাত্র

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিন ২৪ পরগনা: মদ ভেবে বিষ খেয়ে অসুস্থ পাঁচ পড়ুয়া। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থানার অন্তর্গত অচিন্ত্য নগর গ্রামের পঞ্চায়েতের কামদেবপুরে। মদ ভেবে বিষ খেয়ে ফেলে পাঁচ পড়ুয়া। গুরুতর ভাবে অসুস্থ পাঁচ পড়ুয়াকে স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে রায়দিঘী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁদের অবস্থার অবনতি হয়। পড়ুয়াদের দুজনকে ইতিমধ্যেই ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলে জানা গিয়েছে। অসুস্থ পড়ুয়াদের নাম দীপঙ্কর ভূঁইয়া ,সুমন গায়েন ,মনোজ মাইতি, অনুপম বেরা ও জয়ন্ত গায়েন। এই পাঁচজন পড়ুয়া সকলেই কামদেবপুর স্নেহবালা বিদ্যাপীঠের ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে তাঁদের পরিবারের উপর। 
{link}
স্থানীয় সূত্রে খবর, রবিবার অনুপম বেরা-র বাড়িতে একটি নিমন্ত্রণ ছিল এই পড়ুয়াদের। সকলেই অনুপমের বন্ধু। অনুপমের বাড়িতে একটি মদের বোতলের মধ্যে কৃষি কাজে ব্যবহার করা বিষ রাখা ছিল। তাঁর বন্ধুরা মদের বোতলে বিষ রয়েছে সেই কথা টের পায়নি। মদ ভেবে বিষ খেয়ে ফেলে পাঁচ বন্ধু। এরপর পাঁচজনের শরীরে বিষক্রিয়া শুরু হয়ে যার ফলে ৫ জন পড়ুয়া বমি করতে শুরু করে। এরপর স্থানীয়রা তড়িঘড়ি পাঁচজনকে উদ্ধার করে রায়দিঘী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। দুজনকে ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনাটি কে কেন্দ্র করেন হাসপাতল চত্বরে পড়ুয়াদের পরিবার। এক অসুস্থ পড়ুয়ার মা বলেন, “এক বন্ধুর বাড়িতে নেমন্তন্ন রয়েছে বলে বেরিয়েছিল ছেলে। কিন্তু হঠাৎ এই খবর পাই যে তারা বিষ খেয়ে ফেলেছে। আমরা উদ্বিগ্ন ও আতঙ্কিত অবস্থায় তড়িঘড়ি রায়দিঘি হাসপাতালে আসি।এসে দেখি ছেলের অবস্থা আশঙ্কাজনক”। অনুপমের পরিবার সূত্রে জানা যায়, একটি মদের বোতলে কীটনাশক রেখেছিল অনুপমের পরিবারের লোকজন। পাঁচ বন্ধু মিলে মদের বোতলে বিষ ছিল সেটি বুঝতে পারেনি। মদ ভেবে বিষ পান করে পাঁচ বন্ধু হঠাৎ অসুস্থ হয়ে যায়।
{ads}
 

South 24 paraganas news students West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article