header banner

বাঁকুড়ার বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালের ভীতরে জল থৈ থৈ অবস্থা

article banner

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: বৃষ্টি হলে রাস্তাঘাট জল থৈ থৈ হতে দেখা যায়। কিন্তু এবার রাস্তা নয়, হাসপাতালের ভীতরে জল থৈ থৈ অবস্থা! তার মধ্যেই ঐ জল পেরিয়েই যাতায়াত করছেন ভর্তি থাকা রোগী থেকে তাঁদের আত্মীয়রা। বুধবার রাত থেকে এই ছবিই দেখা গেল বাঁকুড়ার বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। আর এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিষয়টি নিয়ে রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছিলেন ডাক্তার থেকে শুরু করে রোগীর পরিজনেরা।

{link}

বিষয়টি হাসপাতাল সুপারও মেনে নিয়েছেন। বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালের সুপার ডাঃ শুভ নারায়ণ প্রসাদ বলেন, গ্রাউণ্ড থার্ড আর ফোর্থ ফ্লোরে সমস্যা হয়েছিল। টয়লেট পাইপ লাইনের সমস্যার জন্যই ঐ ঘটনা ঘটেছিল। বিষয়টি স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের জানানো হয়। তারপর হাসপাতালে এসে উপস্থিত হন ইঞ্জিনিয়ার। তার তদারকিতেই সমস্যা সমাধানের চেষ্টা শুরু হয়। বৃহস্পতিবার রাতে কিছুক্ষনের মধ্যেই জমে থাকা জল নেমে যায়। তবে বুধবার রাতে এই ঘটনার কারনে বেশ ভুগতে হয়েছে হাসপাতালের লোকজন কে। বর্তমানে জল সমস্যার সমাধান হয়েছে বলে তিনি জানান।
{ads}

news Bankura West Bengal Barajora Super speciality Hospital সংবাদ

Last Updated :