শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : প্রাক্তন খাদ্যমন্ত্রী রেশন দুর্নীতির অভিযোগে অনেকবদিন ধরেন জেলবন্দি। খাদ্যমন্ত্রী ছাড়াও প্রায় হাফ ডজন মন্ত্রী, নেতা আধিকারিক দুর্নীতির দায়ে জেলে। কিন্তু প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয়কে হঠাৎ জেল কর্তৃপক্ষ কলকাতার একটি বেসরকারি হসপিটালে ভর্তি করেছে, অথচ ইডিকে কিছু জানায় নি। আদালতেও সেই তথ্য জানিয়েছে ইডি।
{link}
তবে শুধু আদালত নয়, জ্যোতির স্বাস্থ্যের আপডেট জানতে চেয়ে হাসপাতালে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। সেই চিঠিতে তারা জানতে চেয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিকের ঠিক কী হয়েছে, কোন কেবিনে রয়েছেন, এখন তাঁর স্বাস্থ্যের অবস্থা কেমন? সবটাই জানতে চাওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন এই মুহূর্তে বাংলার ওই প্রাক্তন মন্ত্রী কেমন আছেন?মন্ত্রী জ্যোতিপ্রিয়র জামিনের আবেদন ইডির আপত্তিতে বার বার বাতিল হয়েছে। আজ, বুধবার ওই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
{link}
বস্তুত, গ্রেফতারির পর থেকে বারবার অসুস্থ হয়ে পড়েছেন বালু। তাঁর মাথা ঘোরার কারণ জানতে হেড আপ টিলট টেবল টেস্ট’ পরীক্ষার পরামর্শও দিয়েছিলেন চিকিৎসকরা। এসএসকেএমে গঠিত হয়েছিল মেডিক্যাল বোর্ড। কিন্তু হঠাৎ বেসরকারি হসপিটালে কেন? প্রশ্ন উঠেছে নাগরিক মহলে।
{ads}