header banner

দীর্ঘ দু বছর ধরে গ্রামে ঠিকভাবে মিলছে না পানীয় জল, রুদ্রনগরে পথ অবরোধ গ্রামবাসীদের

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা: দীর্ঘ দু'বছর ধরে ঠিকঠাকভাবে মিলছে না পানীয় জল। যার ফলে পানীয় জলের হাহাকার শুরু হয়েছে গ্রামজুড়ে। জল আনতে দূর-দূরান্তে যেতে হচ্ছে গ্রামবাসীদের। দীর্ঘ দু বছর ধরে একাধিকবার অভিযোগ জানিয়েও কোন সুরাহা না মেলায় নিজেদের পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। পানীয় জলের হাহাকারের এহেন ভয়াবহ চিত্র দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরে রুদ্রনগর গ্রামে। কেন পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন? উঠছে প্রশ্ন।

{link}
গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ দু'বছর ধরে গ্রামের সমস্ত পানীয় জলের নলকূপ খারাপ হয়ে পড়ে রয়েছে। স্থানীয় পঞ্চায়েত প্রশাসন কে জানিও কোন সমাধান হয়নি। আর এলাকার নলকূপ খারাপ থাকায় প্রায় দু কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে পানীয় জল সংগ্রহ করতে হয় গ্রামবাসীদের। আর এই সমস্যা বারে বারে স্থানীয় পঞ্চায়েত বা প্রশাসনকে জানিয়ে কোন লাভ হয়নি এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। নিজেদের পানীয় জলের দাবিতে রাস্তায় বসে বিক্ষোভের সামিল হয় গ্রামবাসীরা। তাদের অবরোধের জেরে থমকে যায় যান চলাচল। দীর্ঘ অবরোধ চলার পর প্রশাসনের আশ্বাসবানীতে উঠে যায় অবরোধ। এখন দেখার কতো সময় পর আশ্বাসবাণী বাস্তবে পরিনত হয়। 
{ads}

news South 24 Paragana Drinking water protest West Bengal সংবাদ

Last Updated :