header banner

বনদপ্তরে কর্মী নিয়োগ ঝাড়গ্রামে বিক্ষোভ স্থানীয়ের

article banner

বনপ্তরের অস্থায়ী কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগে ঝাড়গ্রাম বনদপ্তরের কার্যালয়ের সামনে হুলাপটির সদস্যদের অবস্থান বিক্ষোভ। স্থানীয় এলাকার যুবকদের অভিযোগ বনদপ্তরের তারা দীর্ঘদিন ধরেই স্বেচ্ছাসেবক হিসাবে ফরেস্টের হয়ে কাজ করেন। এলাকার হাতি তাড়ানো থেকে যে কোন সমস্যায় এদের ডাক পড়ে অথচ যখন কর্মী নিয়োগ হচ্ছে তখন এদের বাদ রেখে বাইরে থেকে কর্মী নিয়োগের প্রতিবাদে তাদের এই বিক্ষোভ অবস্থান। এছাড়াও যাদের নিয়োগ করা হচ্ছে তারা নাকি কাজও জানেন না। এহেন অবস্থায় ১০  বছরে যাবৎ যারা কাজ করে আসছে তাদের বাদ দিয়ে বাইরে থেকে পয়সা খেয়ে ঘুষ নিয়ে বনদপ্তরে অনভিজ্ঞ লোক ঢোকানো হচ্ছে বলে অভিযোগ স্থানীয় যুবকদের।

ইতিমধ্যেই যে সমস্ত হুলাপাটির দলগুলি হাতি চালাতো তারা হাতি ড্রাইভ করা বন্ধ করে দিয়েছে। তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন এবং যতক্ষন পর্যন্ত না তাদের নিয়োগ করা হচ্ছে তার হাতি ড্রাইভ করা বন্ধ রাখবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। অপরপক্ষে ডিএফও জানিয়েছেন এই নিয়োগে তার কোন হাত নেই। 
গত শনিবার বনমন্ত্রী রাজীব ব্যানার্জির সুর পাল্টানোর পরেই বিক্ষোভ শুরু বন দপ্তরের বাইরে। রাজনৈতিক মহল এবং সাধারন মানুষের কয়েকটি অংশের মতে এর পিছনে হয়ত রাজনৈতিক হাতও থেকে থাকতে পারে।

Forest-Department-Jhargram-Protest-Local-People-West-Bengal-India

Last Updated :