শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : জঙ্গলমহলের মানুষ সব সময় চিন্তিত থাকেন হাতির দল নিয়ে। জঙ্গল ছেড়ে হঠাৎ করে তারা চলে আসে জনবসতি এলাকায়। এবার একটা বড়ো দল এসেছে অযোধ্যা পাহাড় (Ajodhya Hills) অঞ্চলে। তাই পুরুলিয়ার (Purulia) বেশ কিছু জায়গাকে, এলিফ্যান্ট জোন হিসাবেও চিহ্নিত করা রয়েছে। সম্প্রতি, অযোধ্যা পাহাড়ে ১০-১২টি হাতির (elephant) একটি দল তান্ডব চালাচ্ছে।
{link}
এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা। আতঙ্ক কাটাতে সচেষ্ট বন দফতর। হাতির দলে কয়েকটি হস্তি শাবকও রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। কয়েকদিন ধরেই পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের বিভিন্ন গ্রামে ফসল নষ্ট করছে ওই হাতির দল। পাশাপাশি মাঝেমধ্যেই ঢুকে পড়ছে লোকালয়ে। এলাকার মানুষজনকে তাড়াও করছে বিভিন্ন সময়। বিষয়ে পুরুলিয়া বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন, “৩-৪ দিন আগে ঝাড়খন্ড দিক থেকে ১০-১২ টি হাতির একটি দল অযোধ্যা পাহাড়ে চলে আসে।
{link}
বন দফতর সমস্ত বিষয়ের উপর কড়া নজরদারি করছে। হাতির যে দলটি এসেছে তার মধ্যে বেশ কয়েকটি হস্তিশাবক রয়েছে, তাই ওই দলটি বিভিন্ন সময় বিভিন্ন দিকে মুভ করছে। এলাকাবাসীকে সতর্ক করা হচ্ছে, যাতে কেউ হাতির কাছাকাছি না যায়। পাশাপাশি যাদের ক্ষতি হয়েছে, নিয়ম অনুযায়ী তাদেরকেও ক্ষতিপূরণ দেওয়া হবে। বন দফতর সমস্ত দিক থেকেই সহযোগিতা করছে।” হাতির আতঙ্কে দিন কাটাচ্ছে অযোধ্যা পাহাড়তলীর মানুষজন। যদিও তৎপর রয়েছে বনবিভাগ (Forest Department)।
{ads}