শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : অপরাধীদের বাঁচাতে ব্যান্ডেল পুলিশ ফাঁড়ি ঘেরাও বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায় আর বিধায়ক অসিত মজুমদারের। প্রসঙ্গত আজ সকালে সাড়ে এগারোটা নাগাদ হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় তার কর্মীদের নিয়ে ব্যান্ডেল পুলিশ ফাঁড়ি ঘেরাও করেন। তার দাবি ছিল এলাকার বহু মানুষকে পুলিশ নানান রকম কেস দিয়ে বাড়িছাড়া করে রেখেছে, এবং যারা অপরাধী তাদেরকে পুলিশ ধরছে না।তারপরেই সন্ধ্যা বেলায় চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার পৌঁছান ব্যান্ডেল পুলিশ ফাঁড়ি। তিনি গিয়ে পুলিশের সাথে কথা বলেন এবং জানান অপরাধী যে হবে তাকে সাজা পেতেই হবে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক জানান লকেট হচ্ছে দস্যুরানী, যে সকল অপরাধীরা,পুলিশের ভয়ে এলাকা ছাড়া তাদেরকে ঘরে ঢোকাতে মরিয়া লকেট, যে সকল অপরাধীদের নাম তিনি বলছেন সেই সব অপরাধীরাই নাকি 2021 এ লকেটের সাথেই ছিল, রীতিমতো সরগরম হুগলির রাজনীতি, ভোট যতই এগিয়ে আসছে ততই গরম হচ্ছে রাজনীতির কড়ার তেল, আগামী দিনে দেখা যাবে এ রাজনীতির কড়াইয়ের তেলে কাদের ভেজে ফেলা হয় ।
{ads}