header banner

জিজ্ঞাসাবাদের জন্য তলব, ইডি দফতরে পার্থ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুকান্ত আচার্য

article banner

নিজস্ব সংবাদাদাতা, কলকাতা: সল্টলেক সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে এলেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুকান্ত আচার্য। তিনি নিউ ব্যারাকপুর থানা এলাকার বাসিন্দা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সোমবার তাকে তলব করা হয়। সেই মতো আজ সকাল সাড়ে এগারো টা নাগাদ ইডি দফতরে তিনি হাজির হন বেশ কিছু নথি নিয়ে। 

{link}
সূত্রের খবর এর আগেও তাকে জিজ্ঞাসাবাদ ও নথি সংক্রান্ত বিষয়ে ইডি দপ্তরে হাজিরা দিতে হয়েছে। ইডির হাতে ইতি মধ্যে বেশ কিছু ইলেকট্রনিক্স ডিভাইস এর মধ্যে প্রসন্নের সঙ্গে সুকান্ত আচার্যের যোগাযোগ থাকার তথ্য পাওয়া গেছে বলে ইডি সূত্রে খবর। যার ফলে জটিলতা যে বাড়ছে তা স্পষ্ট। এখন কোন নতুন তথ্য বা নথি থেকে দূর্নীতির আবারও অন্য কোন নতুন দিকের উন্মোচন হয় কি না, তাই দেখার বিষয়। 
{ads}

news ED Partha Chatterjee Education Department CBI সংবাদ

Last Updated :