header banner

SSC Case : নবান্ন অভিযানে যোগ্য শিক্ষাকর্মীদের চার দাবি

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বিষয়টা বিস্ময়কর হলেও এটা সত্য 'অযোগ্য' প্রার্থীদের চাকরি দেওয়ার জন্য তৎপর সরকার। অথচ 'যোগ্য' প্রার্থীদের নিয়ে সরকার আদালতের অজুহাত দিচ্ছে।  সোমবার এই নিয়ে আদালত চরম তিরস্কার করেছেন রাজ্য সরকারকে। সেই প্রেক্ষিতেই আজ মঙ্গলবার যোগ্য প্রার্থীদের নবান্ন (Nabanna) অভিযান।

{link}

মঙ্গলবার চার দফা দাবিতে রাজ্যে শীর্ষ প্রশাসনিক দফতরের দিকে অভিযান চালাবে তারা। জানা গিয়েছে, এদিন হাওড়া ময়দানে জমায়েত করে নবান্নের দিকে এগোবেন চাকরিহারা শিক্ষাকর্মীরা। হাওড়া ময়দান মেট্রোর কাছে বেলা ১১টা নাগাদ হবে সেই জমায়েত। জড়ো হবে চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষাকর্মীদের একাংশ। তারপর সেখান থাকে মন্দিরতলা হয়ে মিছিল সরাসরি যাবে নবান্নের দিকে। যা ঘিরে আপাতত আঁটোসাঁটো নিরাপত্তা। মোতায়েন হয়েছে পুলিশ। বসানো হয়েছে ব্যারিকেড। উল্লেখ্য, গতমাসের শেষ তারিখে এই নবান্ন অভিযানের ডাক দিয়েছিল চাকরিহারা শিক্ষাকর্মীরা। তারা স্পষ্ট জানিয়েছিল, একাধিক বার কমিশনের সঙ্গে বৈঠকে কোনও সুরাহা হয়নি। তাই চার দফা দাবি-সহ এবার নবান্নে দ্বারস্থ হবে তারা। তাদের চারদফা দাবি হলো -

{link}

* যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার দ্বারা অর্জিত চাকরি ‘যোগ্য’ ৩ হাজার ৩৯৪ জন চাকরিহারা শিক্ষাকর্মীকে আবার ফিরিয়ে দিতে হবে।

* যোগ্য শিক্ষাকর্মীদের সার্টিফায়েড তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে।

* ২২ লক্ষ ওএমআর প্রকাশ করতে হবে।

* প্রায় চার মাস ধরে বেতন বন্ধ থাকার কারণে আর্থিক দুরাবস্থা তৈরি হয়েছে। যাদের মাথায় ঋণের বোঝা, তাদের অবস্থা আরও কঠিন। এই পরিস্থিতিতে চাকরিহারাদের স্বার্থে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে।

{ads}

 

News Breaking News Nabanna SSC Case সংবাদ

Last Updated :