header banner

ভাঙড়ে পুলিশি অপারেশানে চারটি আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউণ্ড গুলি উদ্ধার, ধৃত ১

article banner

সুদেষ্ণা মন্ডল , ভাঙড়: অস্ত্র চোরাচালান রুখতে আবারও সাফল্য পেল বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ। কাশিপুর থানার যৌথ অপারেশনে হাতেনাতে ধরে ফেলে এক অস্ত্র পাচারকারীকে। ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় চারটি আগ্নেয়াস্ত্র এবং কয়েক রাউন্ড গুলি। ধৃতের নাম আসান মোল্লা, বাড়ি কাশিপুর থানার বানিয়াড়া গ্রামে। শুক্রবার রাতে শোনপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

{link}

পুলিশ গোপন সূত্রে খবর পায়, রঘুনাথপুর গ্রাম থেকে এক ব্যক্তি কয়েকটি অস্ত্র নিয়ে সোনপুর বাজারে আসছে বিক্রির জন্য। সেই খবর পাওয়া মাত্রই আগে থেকে সোনপুর বাজারে কাশিপুর থানা ও স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরা। নির্দিষ্ট সময়ে দেখা যায় বছর পঞ্চাশের এক ব্যক্তি মোটরসাইকেল করে সোনপুর অটো স্ট্যান্ডে হাজির হয়। পুলিশ নিশ্চিত হতেই ওই ব্যক্তিকে ঘিরে ফেলে এবং তল্লাশি চালালে তার ব্যাগ থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও পাচ রাউন্ড গুলি উদ্ধার হয়। পুলিশ ওই ব্যক্তির মোবাইল ও মোটরসাইকেল বাজেয়াপ্ত করেছে। ধৃত ব্যক্তি পুলিশি জেরায় স্বীকার করেছে আগ্নেয়াস্ত্র গুলি বিক্রি করার জন্য নিয়ে আসা হয়েছিল। ধৃতকে শনিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে জানার চেষ্টা করবে এই অস্ত্রগুলি সে কোথা থেকে পেয়েছিল আর কাকেই বা বিক্রি করার ছক কষে ছিল।

{ads}

news gun firearms Vangar South 24 Paragana West Bengal সংবাদ

Last Updated :