header banner

Howrah News: হাওড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড! মর্মান্তিক মৃত্যু একই পরিবারের ৪ জনের

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সম্প্রতি বার বার করে অগ্নিকান্ডের ঘটনা ঘটে চলেছে। শেষ অগ্নিকান্ড হাওড়ার জয়পুরের সাইড়িয়া গ্রামে। মৃতরা হলেন ভাড়ু দোলুই (৭৫), দুধকুমার দোলুই (৫০), রত্না দোলুই (৪৫) এবং শম্পা দোলুই (১৫)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ আচমকাই দোলুইদের বাড়ি থেকে চিৎকার শোনা যায়। প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখেন ঘরে আগুন লেগেছে। দাউ দাউ করে জ্বলছে। ভিতরে আটকে পড়েছেন দোলুই পরিবারের ৪ সদস্য। কোনও মতেই বাইরে বেরিয়ে আসতে পারছিলেন না তাঁরা। সাহায্যের চেষ্টা করেও প্রতিবেশীরা কিছু করতে পারেননি।

{link} 

  দমকলও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কিন্তু ততক্ষণে ঝলসে যায় ৪ জন। জানা গিয়েছে, প্রতিদিনের মতো রবিবারও রাতে দ্রুত ডিনার সেরে ঘুমিয়ে পড়েছিলেন দোলুই পরিবারের ৪ সদস্য। ঘরের মধ্যে আচমকা ধরে যাওয়া অগুন আঁচ করতে পারেননি প্রথমটায়। যতক্ষণে তাঁরা টের পেয়েছেন, ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে। আগুনের গ্রাসের চলে গিয়েছে ঘর। দমকল ঘণ্টা দু'য়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে শোয়ার ঘরে জীবন্ত দগ্ধ হয়ে যান দোলুই পরিবারের ৪ জন। কী থেকে এই আগুন লাগল তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, কোনও কারণে শর্ট সার্কিট হয়েছিল বাড়িতে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে নেমেছে পুলিশও। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

{ads}

Howrah Death Fire Howrah Fire Death News West Bengal News Bengali News সংবাদ হাওড়া হাওড়া সংবাদ মৃত্যু

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article