header banner

সুন্দরবনে বেড়াতে আসা পর্যটকদের ক্যামেরাবন্দি মা ও শিশু সহ চারটি বাঘ

article banner

সুদেষ্ণা মন্ডল, সুন্দরবন: সুন্দরবন মানেই রয়্যাল বেঙ্গল টাইগার। ধীরে ধীরে পা ফেলে এই বাঘমামার চলাফেরার সাক্ষাৎ পেতেই বহু মানুষ ছুটে যান সুন্দরবনে। কিন্তু বাস্তবিকভাবে সেই সৌভাগ্য সকলের কপালে জোটে না। তবে শীতের শুরুতে পরপর বাঘের দর্শন পেলেন একদল পর্যটক। যার ফলে বেজায় খুশি হয়েছে তারা। মঙ্গলবার দুপুরে সুন্দরবনে জঙ্গলে একসাথে চারটি বাঘের ছবি ক্যামেরাবন্দি করল পর্যটকরা। বাঘ তো বটেই, তবে এ যে একেবারে সপরিবারে বাঘের দর্শন। পর্যটকেরা যে অল্প হলেও সৌভাগ্যবান, তা কিন্তু বলতেই হবে।

{link}
সূত্রের খবর, আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঝড়খালি থেকে একটি পর্যটক লঞ্চ রওনা দেয় সুন্দরবনের জঙ্গল ভ্রমণের উদ্দেশ্যে। সুন্দরবনের পীরখালী  জঙ্গলের একসাথে চারটি বাঘকে ঘোরাফেরা করতে দেখে পর্যটকরা। সাথে সাথে ক্যামেরাবন্দি করে ওই পর্যটকদের দল। বাঘ দর্শনে খুশি পর্যটক থেকে পর্যটন ব্যবসার সাথে জড়িত মানুষজন। কিন্তু যেভাবে এখন বোট থেকে সামান্য দূরে বাঘের দর্শন মিলেছে, যদি তিনি কোনভাবে একটু ধরাধরি খেলতে আসতেন!! ব্যাস, তা হলে পর্যটকদের পুরো গুপি বাঘা সেজে উঠতে হত,“পায়ে পড়ি বাঘ মামা!! করে দিও মোরে ক্ষমা, তুমি যে এখানে কে তা জানত?” 
{ads}

news Sundarbans Tiger animals Tourism West Bengal সংবাদ

Last Updated :