header banner

কল সেন্টারের আড়ালে ডোমজুড়ে প্রতারণা চক্র, গ্রেফতার ১৫ জন মহিলা সহ মোট ৫৪ জন

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: কল সেন্টারের আড়ালে ডোমজুড়ের অঙ্কুরহাটিতে প্রতারণা চক্র। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে হানা হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের। ওই অফিস থেকে মোট ৫৪ জন কে গ্রেফতার করা হয়েছে প্রতারনার অভিযোগে। ধৃতদের মধ্যে মোট ১৫ জন মহিলা রয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের শনিবার হাওড়া আদালতে তোলা হবে।

{link}
পুলিশ সূত্রে খবর গত দেড় বছর ধরে ডোমজুড়ের অঙ্কুরহাটিতে ওয়েববেল আইটি পার্কে সরকারের কাছ থেকে ঘর ভাড়া নিয়ে কল সেন্টার চালাচ্ছিল ওয়াইশটিন সফটওয়্যার সলিউশন প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি। ওই কোম্পানিতে দিনের চেয়ে রাতেই বেশি কাজ হত। ওই কোম্পানির যারা কর্মী তাদের নেট মেট টেকনোলজি নামে একটি কোম্পানির অধীনে কাজ করানো হত। কর্মীদেরও পরিচয়পত্র ওই নামেই ইস্যু করা হয়েছিল।

{link} 
হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা গোপন সূত্রে খবর পেয়ে এই কল সেন্টারের ওপর দীর্ঘদিন  নজরদারি চালাচ্ছিলেন। গতকাল গভীর রাতে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা এবং পুলিশ ওই কল সেন্টারে হানা দেয়। হাতেনাতে গ্রেপ্তার করা হয় ৫৪ জনকে। যাদের মধ্যে ১৫ জন মহিলা। বাজেয়াপ্ত করা হয় ৫০টি কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতি।  পুলিশ সূত্রে খবর আমাজন, ফ্লিপকার্ট সহ বিভিন্ন কোম্পানির কেনাকাটার বিল বাকি আছে এই সূত্র ধরে সাধারণ ক্রেতাদের প্রতারণা করা হত। এছাড়াও ব্যাংকে  ঋণ পাইয়ে দেওয়া অথবা নানারকম টোপ দিয়ে কাস্টমারদের এটিএম কার্ডের যাবতীয় তথ্য হাতিয়ে নিত কর্মীরা। তারপর সেই টাকা দেশে বিদেশের বিভিন্ন একাউন্টে ট্রান্সফার করে দেওয়া হত। প্রাথমিক তদন্তে জানা গেছে বেশিরভাগ টাকা আমেরিকাতে পাঠানো হয়েছে। ধৃতদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে প্রতারণা এবং বেআইনিভাবে কল সেন্টার চালানো সহ একাধিক জামিন অযোগ্য ধারায় হাওড়া সিটি পুলিশের সাইবার সেল মামলা শুরু করেছে। ধৃতদের  আজ হাওড়া আদালতে তোলা হবে। পুলিশি হেফাজতের জন্য আবেদন করা হবে।
{ads}

news Call Centre Fraud Domjur Howrah সংবাদ

Last Updated :