header banner

নবীনবরন বিতর্ক, প্রিন্সিপালকে রুমে আটকে ঘাটাল কলেজে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের

article banner

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: প্রিন্সিপালকে রুমে আটকে রেখে ঘাটাল কলেজে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ। শুক্রবার টিএমসিপি ছাত্র পরিষদের বিক্ষোভ ঘিরে উত্তপ্ত পরিস্থিতি। দুপুরে ঘাটাল কলেজ অর্থাৎ ঘাটাল রবীন্দ্র শতবার্ষীকি মহা বিদ্যালয়ে অধ্যক্ষের রুমে তালা ঝুলিয়ে পতাকা লাগিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। কলজের প্রিন্সিপালের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা গেল। তারা বলেন কলেজের নবীনবরণ অনুষ্ঠান অন্য ব্যাক্তিদের দ্বারা পরিচালনা করা যাবে না। সাংসদ দীপক অধিকারীর প্রতিনিধি রাম মান্নার বিরুদ্ধেও স্লোগান দিতে দেখা যায়। এছাড়াও বিভিন্ন দাবী নিয়ে আন্দোলন শুরু করেছে। যতক্ষণ না সব দাবী মানবে ততক্ষন ঘেরাও করে বিক্ষোভ চলবে। তবে, ‘গলি গলি ম্যায় শোর হ্যায়, প্রিন্সিপাল চোর হ্যায়’ বিক্ষোভে এহেন শ্লোগানের জন্য রীতিমতো বিতর্ক শুরু হয়েছে।  

{ads}

news TMC Trinamool Congress East Midnapore West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article