header banner

Murshidabad: আম, শাড়ি থেকে বিড়ি! এই জেলার অর্থনীতির ভিত্তি জড়িয়ে রয়েছে কোন শিল্পগুলিতে

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: শীতের সময় মুর্শিদাবাদ তো ঘুরতে যান অনেকেই। কিন্তু অনেকেই জানেন না এই জেলার প্রধান অর্থনীতি কি সম্পদ। আজকে জানুন নবাবী আমলের কি ছিল অর্থনীতি সম্পদ। যা আজও বহন করে চলেছে। কৃষিকাজের পাশাপাশি নবাব আমলে উত্থান হওয়া মুর্শিদাবাদের অন্যতম আকর্ষণ এখানকার সিল্ক বা রেশমের বুনন। মুর্শিদাবাদের সিল্কের শাড়ি জগৎবিখ্যাত। এই জেলার অর্থনীতির অনেকটাই নির্ভর করে রয়েছে এই সিল্ক ইন্ডাস্ট্রির উপরেই।

{link}

  এছাড়াও ফলের রাজা আমের ফলনের জন্যও বিখ্যাত মুর্শিদাবাদ জেলা। এখান থেকে সেরা গুণমানের আম বিদেশের বাজারেই রপ্তানী করা হয়। ১৭০৪ সালে নবাব মুর্শিদকুলি জাফর খাঁ বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন। এর পরবর্তী সময়ে নবাবদের উৎসাহেই মুর্শিদাবাদ জুড়ে অসংখ্য আম ফাছ রোপণ করা হয়। তৈরি হয় বিভিন্ন আম বাগান। মুর্শিদাবাদের কোহিতুর আম বিশ্বজুড়ে সমাদৃত হয়। এছাড়াও মুর্শিদাবাদের অর্থনীতিতে জড়িয়ে রয়েছে বিড়ি শিল্পও। আজও মুর্শিদাবাদ জেলায় সেইসব নিদর্শন দেখা যায়। ইতিহাসের গন্ধ লেগে রয়েছে মুর্শিদাবাদের অলিতেগলিতে। নবাব আমলে ফুলেফেঁপে ওঠা মুর্শিদাবাদ তাই পর্যটনের জন্য অন্যতম উল্লেখযোগ্য স্থান। মুর্শিদাবাদ জেলার সিল্কের শাড়ি বিশেষ করে বালুচরি শাড়ির কথা না বললেই নয়। মুর্শিদাবাদ জেলার বালুচর এলাকায় তৈরি হয় এই দুর্দান্ত শাড়ি। ডিজাইন এবং রঙ সবেতেই নজরকাড়া বালুচরি শাড়ির চাহিদা সর্বত্র। আর রয়েছে রেশম সুতো দিয়ে তৈরি শাড়ি। এই জেলার রেশম শিল্পও বিশ্ববিখ্যাত।

{ads}

Murshidabad Mangos Sharee Bidi Economy Murshidabad Economy Mango Business Murshidabadi Mango মুর্শিদাবাদ শিল্প আম শিল্প শাড়ি বিড়ি

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article