header banner

Awas Yojana : আবাস যোজনার টাকা ঢোকা শুরু হয়েছে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : রাজ্যের আবাস যোজনা (Awas Yojana) নিয়ে দুর্নীতি, বিতর্ক এসব চলুক। কিন্তু মুখ্যমন্ত্রী (CM) আগেই বলেছিলেন ডিসেম্বরের মধ্যেই আবাসের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দেওয়া হবে। নবান্ন সূত্রে খবর সেই টাকা কাল থেকেই একাউন্টে ঢোকা শুরু হয়েছে। নবান্ন (Nabanna) সভাঘরে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

{link}

সেই বৈঠকের আগে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করবেন তিনি। আর সেটাই অর্থদানের আনুষ্ঠানিক সূচনা।নবান্ন থেকে জানানো হয়েছে, এই টাকা সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পোস্ট অফিসের অ্যাকাউন্টে পাঠানো হবে। প্রথম কিস্তিতে দেওয়া হবে ৬০ হাজার টাকা।

{link}

পরের কিস্তিতে ৪০ হাজার টাকা। শেষ কিস্তিতে ২০ হাজার টাকা। সবমিলিয়ে প্রতি পরিবার পিছু ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হবে। পুরো অর্থ দেবে রাজ্য সরকার। রাজ্যের ১২ লক্ষ পরিবার তথা প্রায় ৫০ লক্ষ মানুষ মাথার উপর পাকা ছাদ পাবেন এই প্রকল্পের সৌজন্যে।

{ads}

News Awas Yojana Breaking News Nabanna CM Mamata Banerjee সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article