header banner

বিশ্বের দরবারে দার্জিলিং এবং সিকিমকে এগিয়ে দিল জি 20

article banner

নিজস্ব সংবাদদাতা, দার্জিলিং: জি 20 কি পাহাড়ের পর্যটনের নতুন দরজা খুলে দেবে? সোমবার দার্জিলিং এর পর্যটক মহলে এই কথাই ঘোরাফেরা করতে শুরু করে দিয়েছে। সবাই বলছেন ছোট হলেও এই জি 20 উত্তরবঙ্গের পর্যটনে এক নতুন মানচিত্র এনে দেবে। সোমবার দার্জিলিংএ জি 20 নিয়ে বিদেশী অতিথি ছিলেন প্রায় তিনহাজারেরও বেশী (আনুমানিক)। এদের মধ্যে অনেকেই পাহাড়ে এই প্রথম আসলেন। অনেকেই এই সফর শেষে দার্জিলিং থেকে সিকিম চলে গেছেন।
{link}
সারা বিশ্বের মানুষের কাছে পর্যটনকেন্দ্র হিসাবে দার্জিলিং এবং সিকিমের নাম ঘোরে। এই জি 20, বিশ্বের দরবারে এই দুটি জায়গাকে অনেকটাই এগিয়ে দিল। শিলিগুড়ির মেয়র গৌতম দেব, আগে যিনি পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী ছিলেন, তিনি আশাবাদী যে আবার দার্জিলিং এবং সিকিম আকর্ষনীয় হয়ে উঠবে বিশ্বের পর্যটকদের কাছে। সারা পৃথিবীর মানুষ এইভাবে কোন জায়গাতে যাচ্ছেন, তাও আবার আন্তর্জাতিক সন্মেলনে, এটা আগে কখনো হয়নি, বিশেষ করে উত্তরবঙ্গের মাটিতে। তাই এইরকম আরো কয়েকটি আন্তর্জাতিক সন্মেলন যদি উত্তরবঙ্গের মাটিতে হয় তবেই বাড়বে উত্তরবঙ্গ জুড়ে পর্যটনের চাহিদা, এমনটাই মনে করছেন পর্যটন বিশেষজ্ঞরা। তারা জানিয়েছেন সৌন্দর্যের সাথে যদি পর্যটন মিশে যায় তবেই এগিয়ে যাবে উত্তরবঙ্গের পর্যটন। আর সেই সঙ্গে বাড়বে কর্মসংস্থান এবং বানিজ্য যেটা প্রচণ্ডভাবে সুদুরপ্রসারী হবে বলে মনে করছেন দার্জিলিং এর হোটেল মালিকদের সংগঠন। তারা জানিয়েছেন চাহিদা বাড়লে এবং অর্থের যোগান বাড়লে জনপ্রিয় হয়ে উঠবে উত্তরবঙ্গের পর্যটন শিল্প, আর লাভবান হবেন পর্যটনের সাথে জড়িত সব ধরনের মানুষেরা।
{ads}

Darjeeling Tourism Sikkim West Bengal G20 News সংবাদ

Last Updated :