header banner

যুদ্ধের প্রথম পদক্ষেপে গুরুং

article banner

ভোটের যুদ্ধ শুরু , আর তাঁর প্রথম পদক্ষেপ নিলেন বিমল গুরুং  ।


তৃণমূল কংগ্রেস কে সরাসরিভাবে সমর্থন করল গোর্খা জনমুক্তি মোর্চা। সাংবাদিক সম্মেলন করে কলকাতা থেকে এমনটাই জানালেন বিমল গুরুং  বিমল গুরুং জানিয়েছেন আগামী ২০২১ এর নির্বাচনে পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ফিরিয়ে আনবেন। তিনি জানিয়েছেন পশ্চিমবঙ্গের যেভাবে আইন-কানুন চলে এবং সমতা বজায় রেখে চলে তা এককথায় অনস্বিকার্য। তাই তারা জানান এবার তাঁরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে চান। শুধু তাই নয় তার পাশাপাশি বিজেপিকে যোগ্য জবাব দিতে চান ।{ads}
 

GJM TMC POLITICS ELECTION BIMAL GURUNG amit shah interview amit shah corona news aaj tak firhad hakim mayor of kolkata firhad hakim puja firhad hakim biography 2021 west bengal election opinion poll

Last Updated :