শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : সোমবার ফের সামনে এল তৃণমূলের (TMC) এক নেতার অসামাজিক কার্যকলাপ। এবার ঘটনাস্থল বহরমপুর (Berhampore)। একুশে জুলাই রাতেই বহরমপুরে চলল জুয়ার আসর। আর পুলিশ যেতেই অঞ্চল সভাপতি কে হাতে নাতে গ্রেফতার করে।
{link}
জানাযায়, জুয়ার ঠেক থেকে গতকাল রাতে বলাই মন্ডল সহ আটজন ব্যক্তিকে গ্রেফতার করেছে বহরমপুর থানার পুলিশ। বলাই তৃণমূলের মণীন্দ্রনগরের অঞ্চলের সভাপতি বলে জানাযায়। তাঁর বাড়িতে বসেছিল জুয়ার আসর। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বানজেটিয়ায় বলাইয়ের বাড়িতে হানা দেয়। পুলিশ হানা দিতেই অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ব্যর্থ হয়।
{link}
পুলিশ সুত্রে জানাযায়, সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বহরমপুর বানজেটিয়ায় বলাই মন্ডলের বাড়িতে হানা দেয়। তাঁর বাড়িতে জুয়ার আসর বসেছিল।পুলিশ হানা দিতেই অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় জুয়ার আসর থেকে বলাই মন্ডল সহ আটজন ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। জুয়ার আসর থেকে নগদ দু-লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ।
{ads}