নিজস্ব সংবাদদাতা, হাওড়া: হাওড়ায় ভয়াভয় গঙ্গা ভাঙ্গনে চিন্তায় পরিবেশবিদরা। সেই চিন্তা আরো ভয় বৃদ্ধি করছে, কারন যে অঞ্চল জুড়ে ভাঙন ধরেছে তার একটি বৃহৎ অংশ পড়ছে বি গার্ডেন বা বোটানিক্যাল গার্ডেনে। ক্ষতি হচ্ছে বিরাট অংশের পরিবেশ ও গাছেরও।
{link}
মঙ্গল বার বেলা ১২টা নাগাদ হাওড়া বি কলেজের ১ নম্বর ঘাট থেকে লঞ্চে করে গঙ্গা পক্ষে ৩ কিলোমিটার হাওড়া বোটানিক্যাল গার্ডেন পরিদর্শন করেন পরিবেশবিদ সুভাষ দত্ত। ৫০০ মিটার মতন ভাঙ্গন ধরেছে কলকাতার বন্দর সহ বোটানিক্যাল গার্ডেনের অংশ জুড়ে। বোটানিক্যাল গার্ডেনের থাকা বড়ো বড়ো গাছ পড়ে থাকতে দেখা যায় গঙ্গার পাড়ে। পরিবেশ বিদ সুভাষ দত্ত মনে করছেন এই ক্ষয়ক্ষতির পিছনে নজরদারির অভাব একটি বড়ো কারন। এই নিয়ে পরিবেশ আদালতে একটি মামলা দায়ের করবেন এমনটাই জানান তিনি।
{link}
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রায় ৫০০ মিটার এলাকা জুড়ে থাকা গাছ গাছালি গঙ্গার ভাঙ্গনে তলিয়ে গেছে। এই ঘটনায় আতঙ্কিত রয়েছে এলাকার বাসিন্দারা। বোটানিক্যাল গার্ডেনে এইভাবে গঙ্গাভাঙনের ফলে একের পর এক গাছ তলিয়ে গেলে তা যে গাছ ও পরিবেশেরও বিপুল ক্ষতি, তা স্পষ্ট। আদৌ কি কোন পদক্ষেপ নেওয়া হবে সরকার বা প্রশাসনের তরফে? সেটাই এখন দেখার বিষয়।
{ads}