header banner

গঙ্গাসাগরে চান করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত ব্যাক্তি

article banner

জীবন যে কখন কোন দিকে মোড় নেবে তা অনুমান করা যে কতো কঠিন তা আরো একবার প্রমানিত হল। আর পাঁচজন তীর্থযাত্রীর মতো মুকুল গিরি গঙ্গাসাগর মেলাতে এসেছিলেন গঙ্গাতে স্নান করে পাপ ধুয়ে ফেলে পুন্যতা লাভ করতে। কিন্তু সেখানেই ঘটল বিপত্তি, হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন সাগরের বাসিন্দা। স্নান করতে যাওয়ার প্রস্তুতি পর্বে হঠাৎ করে শুরু হয় বুকে তীব্র যন্ত্রণা। মাটিতে প্রায় লুটিয়ে পড়েন তিনি। অসুস্থ হতে দেখে ছুটে আসেন আশেপাশের লোকজনেরা। তৎক্ষনাত স্থানীয় রক্ষীবৃন্দ প্রশাসনকে খবর দেয়। স্থানীয় প্রশাসনকে জানানো হলে তারা প্রথমে তাঁকে স্থানীয় চিকিৎসার ক্যাম্পে নিয়ে যান এবং প্রাথমিক চিকিৎসা শুরু করেন। হৃদরোগে গুরুতর ভাবে আক্রান্ত হয়েছেন তিনি বিষয়টি স্পষ্ট হলে এবং তাঁর অবস্থার আরও অবনতি হচ্ছে দেখে ওখান থেকে আম্বুলেন্সে করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে তাকে এয়ার আম্বুলেন্সে করে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের হেলিপ্যাডে নিয়ে আসা হয়। সেখানে ওনাকে গ্রিন করিডর করে সেখান থেকে হাওড়া হাসপাতালে পাঠানো হয়। 


গঙ্গাসাগর মেলাতে প্রতি বছরই উপস্থিত হয় হাজার হাজার পুণ্যযাত্রী। সেই পুণ্যলাভ করতে এসেই প্রায় মৃত্যুর সম্মুখে মূকূল গিরি। প্রশাসন সঠিক সময় সঠিক ব্যাবস্থা না গ্রহন করলে হয়তো বড়ো কোন বিপদ হতেই পারতো। সূত্রে খবর ওনার শারীরিক অবনতি বাড়ছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরই সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করা হয়েছে।

{ads}
 

Gangasagar Mela Heart Attack Air Ambulance Durmurjala Stadium Howrah Hospital West Bengal India

Last Updated :